জন্ম ৩ মে ১৯৫৩, চট্টগ্রামের উত্তর পতেঙ্গার জেলেপল্লিতে।
বর্ণবৈষম্যের শিকার হয়ে জীবনের মধ্যবেলায় লিখতে বসা।
পঞ্চান্ন বছর বয়সে প্রথম উপন্যাস জলপুত্র লিখেছেন।
উল্লেখযোগ্য গল্পগ্রন্থ:
জলদাসীর গল্প, লুচ্চা, চিত্তরঞ্জন অথবা যযাতির বৃত্তান্ত, মাকাল লতা, মনোজবাবুদের বাড়ি, আছে তো দেহখানি, পৌরানিক গল্প, যুগল দাসী, গগন সাপুই।
উল্লেখযোগ্য উপন্যাস:
দহনকাল, কসবি, মোহনা, রামগোলাম, রঙ্গশালা, আমি মৃণালিনী নই, সুখলতার ঘর নেই, একলব্য, এখন তুমি কেমন আছ, মৎস্যগন্ধ, বাতাসে বইঠার শব্দ, কুন্তীর বস্ত্রহরণ, প্রস্থানের আগে।
প্রবন্ধ:
নদীভিত্তিক বাংলা উপন্যাস ও কৈবর্তজনজীবন, জীবনানন্দ ও তাঁর কাল, জলগদ্য, আমার কর্ণফুলী।
আত্মজীবনী:
নোনাজলে ডুবসাঁতার, কৈবর্তকথা।
ভ্রমণ:
নতুন জুতোয় পুরনো পা।
পুরস্কার ও সম্মাননা অনেক।
উল্লেখযোগ্য: একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার, প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার, বাংলাদেশ মানবাধিকার কমিশন পদক, সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার, বাংলাদেশ লেখিকা সংঘ সাহিত্য পদক।