হোসেন জিল্লুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং মানচেষ্টার বিশ্ববিদ্যালয় হতে রাজনৈতিক সমাজতত্তে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। দীর্ঘ দুই দশক ধরে তিনি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি পাওয়ার পার্টিসিপেশন রিসার্চ সেন্টার-এর নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। দারিদ্র, স্থানীয় সরকার, ভূমি সংস্কার, অংশগ্রহণ ও রাজনৈতিক সংস্কৃতি তথা উন্নয়ন ও গণতান্ত্রিক উত্তরণের বিভিন্ন প্রশ্ন নিয়ে তার ব্যাপক গবেষণা অভিজ্ঞতা রয়েছে। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে রি-থিংকিং রুরাল প্রোভাটি (সেইজ, ১৯৯৫), মাঠ গবেষণা ও গ্রামীণ দারিদ্র (ইউপিএল, ১৯৯৩), কমিউনিটি ক্যাপাসিটি এন্ড লোকাল গভার্ননেন্স ইন বাংলাদেশ (ইউপিএল, ২০০২)।

খন্দকার সাখাওয়াত আলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে সমাজতত্বে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। পরবর্তীতে ইউনিভার্সিটি অফ ওয়েল্স সোয়ানজি থেকে মনিটরিং, ইভালুয়েশান ও পার্টিসিপেশন বিষয়ে সর্টকোর্স ফেলো হিসেবে পড়াশুনা করেন। বর্তমানে তিনি পাওয়ার এন্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার এর রিসার্চ ফেলো। পেশাগত জীবনের শুরুতে গণসাহায্য সংস্থার গবেষণা বিভাগ ও গ্রামীণ ট্রাষ্টের দারিদ্র বিমোচন গবেষণা কর্মসূচিতে কাজ করেছেন। তাঁর প্রকাশিত গ্রন্থ গ্রামসির জীবন সংগ্রাম ও তত্ত্ব (প্রসঙ্গ প্রকাশনী, ১৯৯১) যার দ্বিতীয় সংস্করণ বর্তমানে পাঠক সমাবেশ থেকে প্রকাশিতব্য। বর্তমানে তিনি এ্যাকশন এইড বাংলাদেশ-এর হয়ে অধিকার আদায়ের উদ্যোগ বিষয়ক এ্যাডভোকেসি ম্যানুয়েল রচনা করেছেন। শিক্ষা, নারী, সামাজিক আন্দোলন, দারিদ্র ও স্থানীয় সরকার ইত্যাদি তার গবেষণার আগ্রহের বিষয়।