আহমাদ মোস্তফা কামাল । জন্ম : ১৪ ডিসেম্বর ১৯৬৯, মানিকগঞ্জে। ইন্ডেপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর অধ্যাপক। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। পদার্থবিজ্ঞানে পিএইচডি। প্রকাশিত হয়েছে বারোটি গল্পগ্রন্থ, আটটি উপন্যাস, চারটি প্রবন্ধগ্রন্থ, তিনটি মুক্তগদ্যের সংকলন, একটি সাক্ষাৎকারগ্রন্থ, একটি বিজ্ঞান-প্রবন্ধগ্রন্থ, একটি ভ্রমণগদ্যের সংকলন। বাংলাদেশের কথাসাহিত্য নিয়ে সম্পাদনা করেছেন দশটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। চার-খণ্ডে ‘বাঙালির সংস্কৃতিচিন্তা’ শিরোনামের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সংকলনের সম্পাদকও তিনি। সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ লাভ করেছেন ‘প্রথম আলো বর্ষসেরা বই’ পুরস্কার, ‘এইচএসবিসি কালি ও কলম পুরস্কার’ ২০০৯, ‘জেমকন সাহিত্য পুরস্কার’ ২০১৮, ‘সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার’ ২০১৮ এবং ‘পূর্বপশ্চিম সাহিত্য পুরস্কার’ ২০২১।