জন্ম বৃহত্তর ঢাকা বিভাগে। মা, আজীবন তাঁর ব্যক্তিগত পাঠের শিক্ষক। বাবা, বীর মুক্তিযাদ্ধা এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। লেখক পর্যায়ক্রমে বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে অনার্স সম্পন্ন করেছেন। প্রথম গ্রাজুয়েশনের জন্য তিনি ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রাপ্ত হন। গল্প সংকলনটি তাঁর প্রকাশিত প্রথম গ্রন্থ। তবে বহুদিন ধরে ওয়েবে লিখছেন। পেশায় আইনজীবী এবং মানবাধিকারকর্মী।