আনিস হক: জন্ম ৩০ জুন ১৯৫৪, কুমিল্লা। সফটওয়্যার প্রকৌশলী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছেন ১৯৭৬ সালে। একই বছর দেশ ছেড়েছেন পৃথিবী ঘোরার নেশায়। বিভিন্ন দেশ ঘুরে এবং জাহাজী জীবন শেষে স্থায়ী ঠিকানা আল্পস্ পর্বতের পাদদেশে জার্মানির মিউনিখ শহরে। লেখাপড়ার বাকিটুকু শেষ করেন সেখানেই। বাংলা সাহিত্যের নিবিড় অনুরাগী আনিস হক বিশ্বসাহিত্যের ধারায় অনুবাদ করেছেন জার্মান উপন্যাস ও ছোটগল্প।

স্টেফান সোয়াইগের ‘দাবাড়ু’, ‘সোয়াইগ, হাইনরিখ ব্যোল ও ফ্রান্স কাফকার গল্পসংগ্রহ অন্যশরীর’ এবং ‘জর্জ অরওয়েলের পশুখামার’ তাঁর অনবদ্য বাংলা ভাষান্তর। এর পাশাপাশি প্রকাশিত হয়েছে তাঁর নিজস্ব গল্পগ্রন্থ ‘অন্ধকারের ঘোড়া’ ও ভ্রমণ কাহিনি ‘জাহাজী যাযাবর’।

ভ্রমণ তাঁর প্রিয় সখ ও নেশা।