সংগীতপ্রেমী ড. পিয়্যের-আলাঁ বো দশ বছরেরও বেশি সময় নুসরাত ফতেহ আলী খানের জীবন ও সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন। ফরাসি প্রকাশনা সংস্থা ‘এদিশিয়ঁ দোমি লুন’ থেকে ফরাসি ভাষায় প্রথম প্রকাশের পর বইটি ফ্রান্সে বেশ জনপ্রিয়তা পায়, কিছু পুরস্কারও ঘরে তোলে। লাহোরের ‘সাঙ্গে মিল’ প্রকাশনী বইটির উর্দু অনুবাদ প্রকাশ করে। এরপর ইংরেজি অনুবাদ প্রকাশিত হয় দিল্লির ‘হারপার কলিন্স’ প্রকাশনী থেকে। ড. বো বর্তমানে ‘আর্ট নোমাদ’ নামক একটি অলাভজনক গবেষণা ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার আর্ট ডিরেক্টর হিসেবে কর্মরত। এ ছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও পাকিস্তানের সিন্ধু বিশ্ববিদ্যালয়ের সিন্ধোলজি বিভাগের জন্য কাজ করেছেন। সমকালীন নৃত্যের ওপর প্রশিক্ষণপ্রাপ্ত এই লেখক পিএইচডি করেছেন মেক্সিকো থেকে, গবেষণার বিষয় ছিল ‘নৃত্য ও এর ক্ষমতা’। এসব নানা কর্মের মধ্য দিয়ে তিনি তাঁর আগ্রহের বিষয় কম্যুনিটি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে যাচ্ছেন।