হুরে জান্নাত কবি, প্রাবন্ধিক, মনোবিজ্ঞানের শিক্ষক ও কাউন্সেলর। তাঁর জন্ম ১৯৭৩ সালের ফেব্রুয়ারিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে তিনি বাংলাদেশ নৌবাহিনী কলেজ ঢাকার মনোবিজ্ঞান বিভাগে অধ্যাপনা শুরু করেন। বর্তমানে কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন। এছাড়া কাজ করছেন কলেজের শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক উপদেষ্টা হিসেবেও।
মানুষের মনস্তাত্ত্বিক জীবনের গভীরতা ও সৌন্দর্যময়তার ভেতর বিচরণ এবং সত্য অন্বেষণ তাঁর পছন্দের বিষয়। দর্শন, মনস্তত্ত্ব, সমাজ, ইত্যাদি বিষয়ে তিনি লিখছেন নিয়মিত।
তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কবিতাগুলো শিরোনামহীন (২০১৭)।