জন্ম – ডিসেম্বর ৩১, ১৯৫৯। পিতা-কৈলাস চন্দ্র বিশ্বাস, গ্রাম-ইনা, থানা – লোহাগড়া, নড়াইল।
রচিত কবিতার সংখ্যা তিনশ এর অধিক যা বিভিন্ন পত্র-পত্রিকায় ইতোপূর্বে প্রকাশিত।
শতাধিক আধুনিক, পল্লীগীতি, দেশাত্মবোধক ও শ্যামা সঙ্গীতের রচয়িতা।
নাটক :
ভোরের সূর্য, পাপের শাস্তি, মেঘমুক্ত, ভাগ্য রহস্য, আমাদের অহংকার, রাতজাগা পাখি, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সত্য উদঘাটন, দীক্ষা, সবুজ লালে ওঁই পোকা, আত্মরক্ষার কৌশল, পর্দার আড়ালে। উল্লেখিত নাটকগুলি মঞ্চায়ন হয়েছে ।
২৪ নভেম্বর, ১৯৯৩ ই মাধ্যমিক বিদ্যালয়ে দুইদিন ব্যাপী নারায়ন চন্দ্র বিশ্বাসের চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববরেণ্য শিল্পী এস. এম. সুলতান।
নড়াইলের ইনা গ্রামে প্রতিষ্ঠিত শিশু স্বর্গ-২ এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও ড. নীহার রঞ্জনগুপ্ত কালচারাল সেন্টার এন্ড ফাউন্ডেশন এর সম্পাদক।