শিক্ষা চিকিৎসা বিজ্ঞানে, পেশায় ঔষধ কোম্পানীর উর্ধ্বতন কর্মকর্তা। প্রগতিশীল, রবীন্দ্রভক্ত, মার্কসীয় দর্শনে উদ্দীপ্ত এক সময়ে ছাত্র ইউনিয়নের নেতৃত্বে ছিলেন ও রাজশাহী মেডিক্যাল কলেজের ছাত্র সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। নাস্তিকতার মার্কসীয় দর্শনের মতো দেকার্ত এর যুক্তিবাদ তাঁকে হয়তো বিশ্বাসী করেনি কিন্তু অনুরক্ত করেছে। এই অনুরাগ থেকেই দেকার্তের ডিসকোর্স অন মেথড অনুবাদ।
স্ত্রী নিম্মি ও পুত্র ঋষভ নিয়ে সুখী ব্যক্তিজীবন।