রিঙকু অনিমিখ : কবি ও চারুশিল্পী। কবিতা তো লেখেনই, ছবি আঁকার পাশাপাশি গড়েন ভাস্কর্যও। জন্ম ৫ এপ্রিল ১৯৮২, সৈয়দপুর, সুজানগর, পাবনা। বাবার সরকারি চাকরিসূত্রে মফস্বল শহরের বিভিন্ন স্কুল-কলেজে পড়াশোনা। বিশ্ববিদ্যালয় জীবন কেটেছে ঢাকায়। বিষয় চারুকলা। দেশের বিভিন্ন স্থানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে স্থাপিত হয়েছে তাঁর নির্মিত বেশকিছু ভাস্কর্য, মুরাল, টেরাকোটাসহ নানারকম নকশাকৃত শিল্পকর্ম। এর মধ্যে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্য এবং পাবনা শহরে মহানায়িকা সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে তাঁর আবক্ষ ভাস্কর্যটি উল্লেখযোগ্য।