সেলিম আহমেদের জন্ম ২৪ মার্চ ১৯৬৩ (শাল্টী গোপালপুর, মিঠাপুকুর, রংপুর)। বাবার বদলির চাকরির কারণে দিনাজপুরে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন। ইন্সটিটিউট অব ফাইন আর্টস, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভাস্কর্য বিভাগে ব্যাচেলর অব ফাইন আর্টস (বি.এফ.এ)। প্রথম চাকরিজীবনে প্রবেশ ১৯৮৬ সালে, সিনিয়ার ডিজাইনার, আড়ং, ব্র্যাক। অতঃপর ডিজাইন কনসালটেন্ট, ডিয়াকোনিয়া, বাংলাদেশ এবং চাকরিজীবনের ইতি। পেশা হয়ে উঠে ডিজাইনারের: ক্রাফটস, ফ্যাশন, সিরামিক, ইন্টেরিয়ার, ফার্নিচার, প্রচ্ছদ ও গ্রাফিক্স।
২৩ ডিসেম্বর সকালে রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগ নিয়ে সপ্তাহকাল লড়াই করে প্রয়াত হয়েছেন।