খ্যাতিমান আলোকচিত্রী, শিক্ষক ও গবেষক। জন্ম ১৯৭৭ সালের ৮ অক্টোবর, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচরে। বর্তমানে দৈনিক দেশ রূপান্তর-এর আলোকচিত্র সম্পাদক হিসেবে কর্মরত। এছাড়া স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ -এর সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন শিক্ষক।

পাঠশালার আলোকচিত্র সংগঠন ‘মুক্তচোখ’-এর প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াডের সম্পাদকমণ্ডলীর সদস্য। এছাড়া বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি ও বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সদস্য তিনি।

প্রান্তিক ইতিহাস, মুক্তিযুদ্ধ ও গণহত্যাবিষয়ক তাঁর বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এখন বাংলাদেশের আলোকচিত্রের ইতিহাস অনুসন্ধানে মনোযোগী হয়েছেন।