দেওয়ান হাছন রাজা চৌধুরী সুনামগঞ্জের সুরমা নদীর তীরে ছায়াঘেরা লক্ষণশ্রী গ্রামে ৭ পৌষ ১২৬১ বাংলা (১৮৫৪ খ্রি:) পিতামাতার কোল আলো করে জন্ম নেন ‘দেওয়ান হাছন রাজা’। তাঁর মায়ের ইচ্ছে অনুযায়ী ‘হাছন রাজা’ নাম রাখা হয়। হাছন রাজা কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেননি। তবে আরবি ভাষায় লিখিত কোরআন শরিফ পাঠ করার শিক্ষা পেয়েছিলেন। বাংলা ভাষার ওপরও তিনি যৎসামান্য শিক্ষালাভ করেছিলেন। জমিদারির বিভিন্ন দলিলপত্রে তাঁর নিজ হস্তে স্বাক্ষরই এর প্রমাণ বহন করে। স্বাভাবিক প্রতিভার কারণে তিনি হিন্দি, উর্দু ভাষাও কিছুটা আয়ত্ত করেছিলেন, যার নিদর্শন পাওয়া যায় কিছু কিছু রচনায়।