সৈয়দ আবুল মকসুদ (জন্ম ২৩ অক্টোবর ১৯৪৬, মানিকগঞ্জ) বাংলাদেশের অন্যতম প্রধান সাহিত্যিক, কবি, গবেষক, চিন্তাবিদ, পরিবেশ বাদী ও সামাজিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব ও মানবাধিকার কর্মী। তিনি বাংলাদেশের জনপ্রিয় কলাম লেখক। কর্মজীবনে ছিলেন সাংবাদিক। প্রধান মন্ত্রী খালেদা জিয়ার সময় সরকারি নীতির প্রতিবাদে সরকার নিয়ন্ত্রিত বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) থেকে পদত্যাগ করেন। দৈনিক সুপ্রভাত বাংলাদেশ-এর ছিলেন সম্পাদক।
সৈয়দ আবুল মকসুদ মহাত্মা গান্ধী, মওলানা ভাসানী এবং সৈয়দ ওয়ালী উল্লাহ গবেষণার পথিকৃৎ। প্রকাশিত গ্রন্থের সংখ্যা বহু। কবিতার বই বিকেলবেলা; গবেষণা-প্রবন্ধ সৈয়দ ওয়ালী উল্লাহর জীবন ও সাহিত্য, স্মৃতিতে সৈয়দ ওয়ালী উল্লাহ, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, কাগমারী সম্মেলন, বাঙালির সাংস্কৃতিক উত্তরাধিকার, পূর্ববঙ্গে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের ধর্মতত্ত্ব ও দর্শন, ঢাকার বুদ্ধদেব বসু, গোবিন্দ চন্দ্র দাস, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের উচ্চশিক্ষা (প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কারপ্রাপ্ত), গান্ধী মিশন ডায়েরি, Gandhi, Nehru and Noakhali, Gandhi Camp, Pyarelal’s Unpublished Correspondence: The Noakhali Peace Mission of Mahatma Gandhi. তিনি মহাত্মা গান্ধী স্মারকসদন, বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান।
সৈয়দ আবুল মকসুদ বহু পুরস্কারে ভূষিত। তার মধ্যে রয়েছে বাংলা একাডেমি পুরস্কার, মওলানা ভাসানী জাতীয় পুরস্কার, ঋষিজ পুরস্কার এবং মহাত্মা গান্ধী স্মারক পুরস্কার (ভারত সরকারের গান্ধী স্মারক সংগ্রাহালয়, বারাকপুর প্রদত্ত)।