‘মঙ্গল সমাবেশ’আড্ডার মধ্যমণি হয়ে আসছেন কবি কামাল চৌধুরী। এক সুবর্ণকালে তাঁর বেড়ে ওঠা, এক বিক্ষুব্ধ সময়ে শুরু কাব্যজগতে তাঁর যাত্রা। ছাত্রজীবনে বন্ধু হিসেবে পেয়েছেন রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর মতো কবিকে। সত্তর দশকের মধ্যভাগ থেকে তিনি সক্রিয়ভাবে লেখালেখি শুরু করেন। একজন আধুনিক কবি হিসেবে তাঁর পরিচিতি। তাঁর কবিতার প্রধান বিষয়বস্তু প্রেম ও দ্রোহ। সমাজচেতনা তাঁর কাব্যপ্রেরণার অন্যতম সূত্র। তাঁর কবিতার অন্যতম বৈশিষ্ট্য গীতিময়তা।কবি কামাল চৌধুরী বাংলাদেশ সরকারের মুখ্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কবিতায় অবদানের জন্য ভূষিত হয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদকসহ নানা পুরস্কার...
‘মঙ্গল সমাবেশ’ ২৬ জুলাই ২০২২
