পাঠক সমাবেশ নিবেদিত ২৫ খণ্ডে রবীন্দ্রসমগ্রে উন্মোচিত হয়েছে রবীন্দ্র সৃষ্টিবৈভবের এক অপার বিস্ময়। রবীন্দ্রসমগ্রর বর্তমান খণ্ড, আগের খণ্ড ও পরের খণ্ড সবমিলিয়ে প্রকাশিত হয়েছে পাঁচসহস্রাধিক বাংলা রবীন্দ্রচিঠি। ‘
‘নারীসমাজ’ শিরোনামায় এই খণ্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে ৫৩ জন রবীন্দ্রচিঠিপ্রাপক নারীকে, যাঁদের মধ্যে রয়েছেন ৭ জন মুসলিম নারী। চিঠিপ্রাপকদের মধ্যে রয়েছেন : নির্মলকুমারী মহলানবিশ (চিঠির সংখ্যা ৫০২), হেমন্তবালা দেবী (২৬৪), রাণু মুখোপাধ্যায় (২০৮), মৈত্রেয়ী দেবী (১৩০), কাদম্বিনী দত্ত (৯৬), প্রমুখ। রবীন্দ্রচিঠিপ্রাপক মুসলিম নারীরা হলেন : সুফিয়া এন. হোসেন (সুফিয়া কামাল) (৩), বেগম শামসুননাহার মাহমুদ (৩), প্রমুখ।
Reviews
There are no reviews yet.