দুই দশক আগেও বাংলাদেশে কথােপকথনধর্মী। সাক্ষাঙ্কারের ঐতিহ্য প্রায় ছিলােই না বলা যায়। যাওবা ছিলাে তা প্রথাবাহী আর পাতানাে ধরণের কারণে ছিলাে নিষ্প্রাণ ও নিষ্প্রভ। কিন্তু গত শতকের নয় দশকে সাক্ষাৎকার নামক সাহিত্যের এই অন্তরঙ্গ প্রকরণটিকে যে দু’তিনজন লেখক প্রথার হাত থেকে মুক্ত করে নিয়ে আসেন রাজু আলাউদ্দিন তাদের অন্যতম।
এই গ্রন্থের প্রতিটি সাক্ষাৎকারই প্রকাশের সঙ্গে সঙ্গে তুমুল সাড়া পড়েছিলাে পাঠকদের মধ্যে। পাঠক শুধু। পাঠ করেই ক্ষান্ত থাকেন নি, কোন কোন সাক্ষাঙ্কার পাঠ শেষে জানিয়েছিলেন তাদের তাৎক্ষণিক মন্তব্য ও অভিমত। কেবল সাধারণ পাঠকরাই নন, এমনকি বাংলাদেশের শীর্ষস্থানীয় ও বরেণ্য লেখকদেরও কেউ কেউ –হুমায়ুন আজাদ, আহমদ ছফা, নির্মলেন্দু গুণ প্রমুখ–জড়িয়ে পড়েছিলেন কোন কোন সাক্ষাক্তারকে কেন্দ্র করে তুমুল ও তুখােড় বিতর্কে।
এই গ্রন্থে সাক্ষাৎকারগুলাের সঙ্গে থাকছে সেই সব তীব্র, তীক্ষ্ম, সরস ও আক্রমণাত্মক প্রতিক্রিয়াগুলােও। সাক্ষাৎকারকে কেন্দ্র করে এর আগে বা পরে আর কখনােই এতটা তােলপাড় সৃষ্টি হয় নি। ফলে এই গ্রন্থটি নিজেই নিজের ধরণের–এখনাে পর্যন্ত–একমাত্র উদাহরণ হয়ে আছে।
কবি, প্রাবন্ধিক ও অনুবাদক। ১৯৬৫ সালের ৬ মে শরিয়তপুরে জন্ম গ্রহণ করেন। বর্তমানে বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম-এ কাজ করছেন। দেশি ও বিদেশি সাহিত্য নিয়ে নিয়মিত লেখার পাশাপাশি ইংরেজি ও স্প্যানীশ থেকে প্রচুর অনুবাদ করেছেন।
প্রকাশিত অনুবাদ গ্রন্থ: গেয়র্গ ট্রাকলের কবিতা (মঙ্গলসন্ধ্যা), টেড হিউজের নির্বাচিত কবিতা (বাংলা একাডেমি), সি.পি. কাভাফির কবিতা (শিল্পতরু প্রকাশনী), কথােপকথন (বাংলা একাডেমি), সাক্ষাতকার (দিব্যপ্রকাশ), খাতিমানদের মজারকাণ্ড ( মাওলা ব্রাদার্স), নির্বাচিত বাের্হেস (ঐতিহ্য প্রকাশনী, ৫ খন্ড, সম্পাদনা) বাের্হেসের আত্মজীবনী (সংহতি প্রকাশনী, সহ-অনুবাদক), আলাপচারিতা (পাঠকসমাবেশ, গৃহীত সাক্ষাতকার)।
দুই দশক আগেও বাংলাদেশে কথােপকথনধর্মী। সাক্ষাঙ্কারের ঐতিহ্য প্রায় ছিলােই না বলা যায়। যাওবা ছিলাে তা প্রথাবাহী আর পাতানাে ধরণের কারণে ছিলাে নিষ্প্রাণ ও নিষ্প্রভ। কিন্তু গত শতকের নয় দশকে সাক্ষাৎকার নামক সাহিত্যের এই অন্তরঙ্গ প্রকরণটিকে যে দু’তিনজন লেখক প্রথার হাত থেকে মুক্ত করে নিয়ে আসেন রাজু আলাউদ্দিন তাদের অন্যতম।
এই গ্রন্থের প্রতিটি সাক্ষাৎকারই প্রকাশের সঙ্গে সঙ্গে তুমুল সাড়া পড়েছিলাে পাঠকদের মধ্যে। পাঠক শুধু। পাঠ করেই ক্ষান্ত থাকেন নি, কোন কোন সাক্ষাঙ্কার পাঠ শেষে জানিয়েছিলেন তাদের তাৎক্ষণিক মন্তব্য ও অভিমত। কেবল সাধারণ পাঠকরাই নন, এমনকি বাংলাদেশের শীর্ষস্থানীয় ও বরেণ্য লেখকদেরও কেউ কেউ –হুমায়ুন আজাদ, আহমদ ছফা, নির্মলেন্দু গুণ প্রমুখ–জড়িয়ে পড়েছিলেন কোন কোন সাক্ষাক্তারকে কেন্দ্র করে তুমুল ও তুখােড় বিতর্কে।
এই গ্রন্থে সাক্ষাৎকারগুলাের সঙ্গে থাকছে সেই সব তীব্র, তীক্ষ্ম, সরস ও আক্রমণাত্মক প্রতিক্রিয়াগুলােও। সাক্ষাৎকারকে কেন্দ্র করে এর আগে বা পরে আর কখনােই এতটা তােলপাড় সৃষ্টি হয় নি। ফলে এই গ্রন্থটি নিজেই নিজের ধরণের–এখনাে পর্যন্ত–একমাত্র উদাহরণ হয়ে আছে।
Reviews
There are no reviews yet.