বালা’র বেসামাল শব্দতরঙ্গে

এ গ্রন্থের কোনো রচনাকেই পূর্ণাঙ্গ কোনো কবিতা বলা যাবে না। এগুলো যেন বিচিত্র ভাবের, বিক্ষিপ্ত অনুভূতির, বিচ্ছিন্ন কল্পনার খণ্ডিত ক্ষুদ্র অণু-পরমাণু। কোনোটাই পূর্ণতায় দানা বেঁধে ওঠেনি সত্যি, কিন্তু পূর্ণতারই ইঙ্গিতবাহী। পাঠক স্বকীয় রসানুভূতির স্পর্শে এগুলোকে পূর্ণতায় পৌঁছে দেবার অবকাশ পাবেন। আকাশে সঞ্চরমাণ রাশিরাশি মেঘখণ্ডের মতো যে-সকল ভাব-কল্পনা কবির মনের আকাশে নিয়ত সঞ্চরণ করছে তাদেরই খণ্ডিত ক্ষুদ্র টুকরার আভাস কবি অক্ষরের ফ্রেমে বেঁধে রাখার প্রয়াস পেয়েছেন। বাংলা কাব্যসাহিত্যের ভান্ডারে এ এক অভিনব সংযোজন!
ভালোবাসায় যত ধরনের আবেগ-অনুভূতির বহিঃপ্রকাশ ঘটে তার সবকিছুই প্রতিফলিত হয়েছে কবিতাগুলোতে-পাওয়ার আনন্দ, না-পাওয়ার কষ্ট, মিলনের মাধুর্য, বিরহের কাতরতা; আছে কাছে আসার আমন্ত্রণ, একসাথে পথচলার স্মৃতি আর দূরে চলে যাওয়ার বেদনা।….
আগুন কেবল দহনই করে না, দীপ্তিও ঢালে। তবে অগ্নিতাপের চেয়ে প্রেমের উত্তাপ যে বিশিষ্টতা দাবি করতে পারে একটু বেশি-বেশিই, পাঠকমাত্রেই তা উপলব্ধি করবেন। বালা’র বেসামাল শব্দতরঙ্গে নিঃসন্দেহে এ সবের সাক্ষ্য বহন করে।

৳ 295.00 ৳ 236.00

In stock

SKU: 9789849590729 Categories: , , Tag:

Book Details

Weight .380 kg
Dimensions 6.5 × 9.2 × 1.5 in
Binding Type

Language

ISBN

Publishers

Release date

Pages

About The Author

হরষিত বালা

হরষিত বালা। কবি-অধ্যাপক। জন্ম: গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার অন্তর্গত রামশীল গ্রাম।
অধ্যয়ন: ভগিরথ পাঠশালা, রামশীল, গোপালগঞ্জ; পালরদী মাধ্যমিক বিদ্যালয় ও গৌরনদী মহাবিদ্যালয়, বরিশাল; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।
পেশাজীবন: দেশের শীর্ষস্থানীয় একাধিক মহাবিদ্যালয় ছাড়াও বেশ কয়েকটি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি প্রশিক্ষণ কেন্দ্রে পাঠদান করেছেন। সবশেষে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালকপদে নিযুক্ত ছিলেন। ২০১৬-তে অবসরে যান।
বাংলা একাডেমির জীবন-সদস্য, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের ‘বিশেষ শ্রেণি’র নাট্যশিল্পী। সুবক্তা এবং বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ বিতার্কিক। বেতার-টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করা ছাড়াও তিনি টেলিভিশনের বিতর্ক অনুষ্ঠান পরিচালনা করেন।
প্রকাশনা: বাংলা, ইংরেজি উভয় ভাষাতেই লেখেন। তাঁর গ্রন্থ সংখ্যা অর্ধশত; বিদেশি একাধিক ভাষায় তাঁর কবিতা-ছড়া অনূদিত হয়েছে। দেশে-বিদেশে বিভিন্ন সাহিত্য অনুষ্ঠানেও তিনি যোগ দিয়েছেন। উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে রয়েছে:
ছড়া: খেলা, বোশেখি, ঘুমের দেশে, দেশপিরিতি, প্রবচন পর্দায় দেখুন এবং অনন-এর প্রথম পড়া।

এ গ্রন্থের কোনো রচনাকেই পূর্ণাঙ্গ কোনো কবিতা বলা যাবে না। এগুলো যেন বিচিত্র ভাবের, বিক্ষিপ্ত অনুভূতির, বিচ্ছিন্ন কল্পনার খণ্ডিত ক্ষুদ্র অণু-পরমাণু। কোনোটাই পূর্ণতায় দানা বেঁধে ওঠেনি সত্যি, কিন্তু পূর্ণতারই ইঙ্গিতবাহী। পাঠক স্বকীয় রসানুভূতির স্পর্শে এগুলোকে পূর্ণতায় পৌঁছে দেবার অবকাশ পাবেন। আকাশে সঞ্চরমাণ রাশিরাশি মেঘখণ্ডের মতো যে-সকল ভাব-কল্পনা কবির মনের আকাশে নিয়ত সঞ্চরণ করছে তাদেরই খণ্ডিত ক্ষুদ্র টুকরার আভাস কবি অক্ষরের ফ্রেমে বেঁধে রাখার প্রয়াস পেয়েছেন। বাংলা কাব্যসাহিত্যের ভান্ডারে এ এক অভিনব সংযোজন!
ভালোবাসায় যত ধরনের আবেগ-অনুভূতির বহিঃপ্রকাশ ঘটে তার সবকিছুই প্রতিফলিত হয়েছে কবিতাগুলোতে-পাওয়ার আনন্দ, না-পাওয়ার কষ্ট, মিলনের মাধুর্য, বিরহের কাতরতা; আছে কাছে আসার আমন্ত্রণ, একসাথে পথচলার স্মৃতি আর দূরে চলে যাওয়ার বেদনা।….
আগুন কেবল দহনই করে না, দীপ্তিও ঢালে। তবে অগ্নিতাপের চেয়ে প্রেমের উত্তাপ যে বিশিষ্টতা দাবি করতে পারে একটু বেশি-বেশিই, পাঠকমাত্রেই তা উপলব্ধি করবেন। বালা’র বেসামাল শব্দতরঙ্গে নিঃসন্দেহে এ সবের সাক্ষ্য বহন করে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “বালা’র বেসামাল শব্দতরঙ্গে”

Your email address will not be published. Required fields are marked *