মোজাফ্ফর হোসেন নিরীক্ষাপ্রবণ ছোটগল্পকার হিসেবে ইতোমধ্যে দুই বাংলায় খ্যাতি অর্জন করেছেন। ছোটগল্পের জন্য তিনি এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ কথাসাহিত্য পুরস্কার ও আবুল হাসান সাহিত্য পুরস্কারসহ বেশ কয়েকটি পুরস্কার অর্জন করেছেন। মোজাফ্ফর গল্পের সঙ্গে অগল্পকে মিশিয়ে নতুন ধরনের গল্প লিখছেন। তাঁর গল্প পাঠকের বোধে প্রবল কুঠারাঘাত হানে। তবে সেই আঘাতই লেখকের একমাত্র উদ্দেশ্য নয়, বরঞ্চ তিনি তাঁর নির্মোহ বয়ানে পাঠককেও যুক্ত করে নিতে চান। তিনি একদিকে যেমন অসামান্য গল্প বলিয়ে, তেমনি গল্পের ভেতরে গল্প পুরে নতুন ধরনের আখ্যান তৈরিতেও পাকা কারিগর। গল্প বলা ও গল্পকে রুদ্ধ করা―দুদিকেই মোজাফ্ফর পারদর্শী। গল্প সংগ্রহ ১-এ তাঁর সতের বছরে লেখা এবং ২০২১ সাল পর্যন্ত প্রকাশিত ৬টি গ্রন্থের ৮৫টি গল্প স্থান পেয়েছে। বর্তমান গ্রন্থে সময়ের নিষ্ঠুর কথাকার হিসেবে পাঠক যেমন মোজাফ্ফরকে পাবেন তেমনি তাঁকে আবিষ্কার করবেন পরাবাস্তব জগতের বাসিন্দা হিসেবেÑযেখানে জীবিত এবং মৃতরা মিলে অন্য একটি জগৎ তৈরি করেছে।
মোজাফ্ফর হোসেনের জন্ম মেহেরপুরে, ১৯৮৬ সালে। ইংরেজি ভাষা ও সাহিত্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। পেশাজীবন শুরু করেন সাংবাদিকতা দিয়ে। বর্তমানে বাংলা একাডেমিতে অনুবাদ-কর্মকর্তা হিসেবে কর্মরত। প্রধানত কথাসাহিত্যিক। বিশেষ আগ্রহ অনুবাদ এবং সমালোচনা সাহিত্যে। ‘পাঠে বিশ্লেষণে বিশ্বগল্প’ বইয়ের জন্য ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার’, ‘তিমিরযাত্রা’ উপন্যাসের জন্য তিনি ‘কালি ও কলম সাহিত্য পুরস্কার’, ‘অতীত একটা ভিনদেশ’ গল্পগ্রন্থের জন্য ‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ কথাসাহিত্য পুরস্কার’, ‘পরাধীন দেশের স্বাধীন মানুষেরা’ গল্পগ্রন্থের জন্য ‘আবুল হাসান সাহিত্য পুরস্কার’, ‘মিডিয়া ভার্সেস নোবডি’ গল্পের জন্য ‘বৈশাখী টেলিভিশন তোমার গল্পে সবার ঈদ পুরস্কার’ ও ‘পুনরুত্থান’ গল্পের জন্য ‘অরণি ছোটগল্প পুরস্কার’ অর্জন করেন। ছোটগল্প, প্রবন্ধ, অনুবাদ ও সম্পাদনা মিলে গ্রন্থসংখ্যা ২২।
মোজাফ্ফর হোসেন নিরীক্ষাপ্রবণ ছোটগল্পকার হিসেবে ইতোমধ্যে দুই বাংলায় খ্যাতি অর্জন করেছেন। ছোটগল্পের জন্য তিনি এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ কথাসাহিত্য পুরস্কার ও আবুল হাসান সাহিত্য পুরস্কারসহ বেশ কয়েকটি পুরস্কার অর্জন করেছেন। মোজাফ্ফর গল্পের সঙ্গে অগল্পকে মিশিয়ে নতুন ধরনের গল্প লিখছেন। তাঁর গল্প পাঠকের বোধে প্রবল কুঠারাঘাত হানে। তবে সেই আঘাতই লেখকের একমাত্র উদ্দেশ্য নয়, বরঞ্চ তিনি তাঁর নির্মোহ বয়ানে পাঠককেও যুক্ত করে নিতে চান। তিনি একদিকে যেমন অসামান্য গল্প বলিয়ে, তেমনি গল্পের ভেতরে গল্প পুরে নতুন ধরনের আখ্যান তৈরিতেও পাকা কারিগর। গল্প বলা ও গল্পকে রুদ্ধ করা―দুদিকেই মোজাফ্ফর পারদর্শী। গল্প সংগ্রহ ১-এ তাঁর সতের বছরে লেখা এবং ২০২১ সাল পর্যন্ত প্রকাশিত ৬টি গ্রন্থের ৮৫টি গল্প স্থান পেয়েছে। বর্তমান গ্রন্থে সময়ের নিষ্ঠুর কথাকার হিসেবে পাঠক যেমন মোজাফ্ফরকে পাবেন তেমনি তাঁকে আবিষ্কার করবেন পরাবাস্তব জগতের বাসিন্দা হিসেবেÑযেখানে জীবিত এবং মৃতরা মিলে অন্য একটি জগৎ তৈরি করেছে।
Reviews
There are no reviews yet.
Be the first to review “বানোয়াট জীবনের বাস্তব গল্পগুলো : গল্পসংগ্রহ-১” Cancel reply
Reviews
There are no reviews yet.