ছুটির দিনে বই

করোনার প্রথম তিন মাস দেশের অন্য মানুষের মতোই অনেকটা বন্দিজীবন কাটে। এ সময়ে ঘরে থেকে কিছুটা লেখালেখির চেষ্টা করি। যেসব বিখ্যাত বই আগে পড়া হয়ে ওঠেনি অথচ দীর্ঘ দিন শেলফে শোভা পাচ্ছে, সেগুলোর গায়ে আস্তে আস্তে হাত বুলাতে থাকি। ক্রমাগত পৃষ্ঠা উল্টিয়ে যাই; একে পড়া আর না-পড়ার মাঝামাঝি অবলোকন বলা যায়। হঠাৎ মাথায় আসে, আমাদের তো সপ্তাহে দু’দিন সরকারি ছুটি। কোভিড-১৯ পরিস্থিতিতে বেশি বাইরে যাচ্ছি না বা যেতেও পারছি না। এসময় অনেকটা খেয়ালের বশে বইগুলোর ওপর ছোটছোট করে লিখতে শুরু করি এবং তাৎক্ষণিকভাবে ফেইসবুকে পোস্ট করে দিই। দেখি, অসংখ্য মানুষ পড়ছেন এবং বিচিত্র সব মন্তব্য করে যাচ্ছেন। সবার মন্তব্যই প্রশংসাসূচক। পাঠকের এমন আগ্রহ, উৎসাহ ও প্রেরণা থেকেই ‘ছুটির দিনে বই’ শিরোনামে ধারাবাহিক লেখার সূচনা হয়। লেখাগুলো এক পর্যায়ে ফেইসবুকে থেকে বেশক’টি বহুল আলোচিত দৈনিক, সাপ্তাহিক, মাসিক এবং অনলাইন পত্রিকায়ও প্রকাশিত হয়। এক্ষেত্রে অবশ্য লেখকের সম্মতি নেওয়া হয়েছিল। বিশেষ করে ‘বাংলাদেশ প্রতিদিন’, ‘সমকাল’, ‘শব্দঘর’, ‘অন্যদিন’, ‘একুশে পত্রিকা’সহ বিভিন্ন ম্যাগাজিনে এসব লেখা প্রকাশিত হয়ে যথেষ্ট উৎসাহের কারণ হয়। সবক’টা লেখাই আবার পর্যায়ক্রমে দেশের মানসম্মত একটি অনলাইন পত্রিকা ইধহমষধওহংরফবৎ.পড়স-এ প্রকাশিত হয়। বিভিন্ন দিক থেকে বই আকারে প্রকাশেরও তাগিদ আসে। এভাবেই ‘ছুটির দিনে বই’ প্রকাশের জন্য প্রস্তুত হয়েছে।

৳ 795.00 ৳ 636.00

In stock

Book Details

Weight .300 kg
Dimensions 6.5 × .7 × 9.1 in
Language

Binding Type

ISBN

Publishers

Release date

Height

9.1

Width

6.5

About The Author

মো. আবদুল মান্নান

মো. আবদুল মান্নান বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্য। বর্তমানে সরকারের (অতিরিক্ত সচিব) বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম হিসেবে কর্মরত আছে। কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার চান্দপুর গ্রামে ১৯৬২ সালে তাঁর জন্মগ্রহণ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি রাষ্ট্রবিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স এবং ডিপ-ইন-এড ডিগ্রি অর্জন করেন। চাকরিজীবনে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক/ম্যাজিস্ট্রেট এবং ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে সুনামে সঙ্গে দায়িত্ব পালন করেন।
মো. আবদুল মান্নানের মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম গল্পসংকলন ‘অন্তরালে দৃশ্যপট’ ২০১১ সালে পালক পাবলিশার্স থেকে প্রকাশিত হয়। প্রথম গ্রন্থ হিসেবে ‘অন্তরালে দৃশ্যপট’ ব্যাপক পাঠকপ্রিয়তা পায়। ওই গ্রন্থে অন্তর্ভুক্ত মুক্তিযুদ্ধভিত্তিক গল্প ‘অন্ত্যোষ্ট্রিক্রিয়া’ বিজয় দিবস ২০১৬-এর বিশেষ নাটক হিসেবে বিটিভিতে প্রচারিত হলে বেশ প্রশংসিত হয়। তাঁর দ্বিতীয় গ্রন্থ ‘সক্রেটিসের জল্লাদ’ ২০১৭ সালে আগামী প্রকাশনী থেকে বাংলা একাডেমির বইমেলা চলাকালে প্রকাশিত হয়।

করোনার প্রথম তিন মাস দেশের অন্য মানুষের মতোই অনেকটা বন্দিজীবন কাটে। এ সময়ে ঘরে থেকে কিছুটা লেখালেখির চেষ্টা করি। যেসব বিখ্যাত বই আগে পড়া হয়ে ওঠেনি অথচ দীর্ঘ দিন শেলফে শোভা পাচ্ছে, সেগুলোর গায়ে আস্তে আস্তে হাত বুলাতে থাকি। ক্রমাগত পৃষ্ঠা উল্টিয়ে যাই; একে পড়া আর না-পড়ার মাঝামাঝি অবলোকন বলা যায়। হঠাৎ মাথায় আসে, আমাদের তো সপ্তাহে দু’দিন সরকারি ছুটি। কোভিড-১৯ পরিস্থিতিতে বেশি বাইরে যাচ্ছি না বা যেতেও পারছি না। এসময় অনেকটা খেয়ালের বশে বইগুলোর ওপর ছোটছোট করে লিখতে শুরু করি এবং তাৎক্ষণিকভাবে ফেইসবুকে পোস্ট করে দিই। দেখি, অসংখ্য মানুষ পড়ছেন এবং বিচিত্র সব মন্তব্য করে যাচ্ছেন। সবার মন্তব্যই প্রশংসাসূচক। পাঠকের এমন আগ্রহ, উৎসাহ ও প্রেরণা থেকেই ‘ছুটির দিনে বই’ শিরোনামে ধারাবাহিক লেখার সূচনা হয়। লেখাগুলো এক পর্যায়ে ফেইসবুকে থেকে বেশক’টি বহুল আলোচিত দৈনিক, সাপ্তাহিক, মাসিক এবং অনলাইন পত্রিকায়ও প্রকাশিত হয়। এক্ষেত্রে অবশ্য লেখকের সম্মতি নেওয়া হয়েছিল। বিশেষ করে ‘বাংলাদেশ প্রতিদিন’, ‘সমকাল’, ‘শব্দঘর’, ‘অন্যদিন’, ‘একুশে পত্রিকা’সহ বিভিন্ন ম্যাগাজিনে এসব লেখা প্রকাশিত হয়ে যথেষ্ট উৎসাহের কারণ হয়। সবক’টা লেখাই আবার পর্যায়ক্রমে দেশের মানসম্মত একটি অনলাইন পত্রিকা ইধহমষধওহংরফবৎ.পড়স-এ প্রকাশিত হয়। বিভিন্ন দিক থেকে বই আকারে প্রকাশেরও তাগিদ আসে। এভাবেই ‘ছুটির দিনে বই’ প্রকাশের জন্য প্রস্তুত হয়েছে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “ছুটির দিনে বই”

Your email address will not be published. Required fields are marked *