পৃথিবীর শ্রেষ্ঠতম সুফি কবি মওলানা জালালউদ্দীন রূমীর (মৃত্যু ১২৭৩ খ্রি.) ‘দিওয়ানে শামসে তাবরিযি’ মরমি কবিতার অনন্য এক সাহিত্যিক কীর্তি। যে কবিতার মূল বিষয় হলো প্রেম, আধ্যাত্মিক প্রেম। যে ঐশ্বরিক প্রেমের উন্মেষ রূমীর অন্তরে ঘটিয়েছিলেন মওলানা শামসে তাবরিযি, যিনি ছিলেন রূমীর আত্মার দোসর।
শামসের অকস্মাৎ মর্মান্তিক অন্তর্ধান রূমীর হৃদয়ে বিচ্ছেদের আগুন প্রজ্বলিত করেছিল। সেই বিক্ষত হৃদয় হতে ফল্গুধারার মতো নিসৃত হয় অপূর্ব এক প্রেমের কবিতা, যার আধ্যাত্মিকতা এই বিশ্বকে ছাড়িয়ে আল্লাহর দিকে ধাবিত হয়।
Reviews
There are no reviews yet.