আলেহ কার্পেন্তিয়ের লাতিন আমেরিকান বুম-সাহিত্যের অন্যতম প্রধান লেখক। লাতিন আমেরিকার সাহিত্যে ‘রিয়ালিসমো মাহিকো’ বা জাদুবাস্তববাদের অন্যতম প্রবক্তা তিনি। আফ্রো-কিউবান সংস্কৃতিকে তিনি বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেন তাঁর গল্প-উপন্যাসের মধ্য দিয়ে। সমাজতান্ত্রিক কিউবার স্বপ্ন নিয়ে ১৯২৩ সালে রাজনীতিতে জড়িয়ে পড়েন কার্পেন্তিয়ের। একনায়কতন্ত্রের বিরুদ্ধে কলাম লেখার কারণে তাঁকে জেলেও যেতে হয়েছে। দেশান্তরিত হয়ে তিনি লেখেন তাঁর সাড়াজাগানো উপন্যাস ‘এই জগতের রাজত্ব’। ফরাসি উপনিবেশ হাইতিতে আফ্রিকার ক্রীতদাসদের বিদ্রোহের প্রেক্ষাপটে তিনি উপন্যাসটি রচনা করেন। ফরাসি উপনিবেশে ক্রীতদাসদের স্বাধীনতা লাভের জন্য প্রথম সফল বিদ্রোহটি সংঘটিত হয় হাইতিতে। হাইতি বিপ্লব নামে সেটি পরিচিত। এটিই একমাত্র ক্রীতদাস বিদ্রোহ, যার ফলে দাসপ্রথা বিলুপ্ত হয়ে ক্ষমতায় আসে সাবেক ক্রীতদাসরা। এই বিপ্লবের প্রভাব পড়ে আমেরিকায়ও, যা সর্বত্র দাসপ্রথা উচ্ছেদে অনুপ্রেরণা হয়ে ওঠে।
ফরাসি বিপ্লবকালে ক্রীতদাসদের বন্ধনমুক্তির এই ঐতিহাসিক ঘটনা কার্পেন্তিয়ের তুলে আনেন তাঁর এই উপন্যাসে। ঐতিহাসিক উপন্যাস হিসেবে তো বটেই, ন্যারেটিভ রীতির অভিনবত্বের কারণেও কার্পেন্তিয়ের প্রশংসিত হন। ইউরোপীয় বাস্তববাদ থেকে সরে এসে তিনি জাদুবাস্তববাদের পরিচয় ঘটান বিশ্বসাহিত্যে। লাতিন আমেরিকার কথাসাহিত্যের স্বকীয় পরিচিতি নির্মিত হয়। এসব কারণে উপন্যাসটির পাঠ ও অনুধ্যান সমকালীন বাংলা ভাষার লেখক ও পাঠকের জন্য নতুন এক অভিজ্ঞতা নিয়ে আসবে বলে আশা করা যায়।
Reviews
There are no reviews yet.