বাজারে জন্ম নেওয়া এবং বড় হয়ে ওঠা মুমিনুল ঠিক কে, তার বাঁশির সুরের উৎস কোথায় কেউ জানে না। কেউ জানার প্রয়োজন মনে করে না। মুমিনুল তার মতো বেড়ে ওঠে, এই ব্যস্ত এবং নির্ঘুম নগরীর অদ্ভুত অথচ প্রচলিত ঘটনাবলির সাক্ষী হয়ে। তার জন্য পৃথিবীর ভালোবাসাগুলো ছড়িয়ে থাকে যত্রতত্র, বেহিসাবি। এগুলো ভালোবাসা কি না তার জানা থাকে না। প্রাণী এবং যুগপৎ মানব জীবন যাপনে অভ্যস্ত হয়ে ওঠা মুমিনুলের কাছে নির্লিপ্ততা কিংবা লিপ্ততার কোনো পৃথক অর্থ নেই। সে জানে না স্বাধীনতা কাকে বলে, কোথায় দাহের জন্ম হয়, কে উৎপীড়ক আর কে-ই বা ত্রাতা। তাতে তার কোনো অসুবিধা হয় না। মুমিনুল বোধ করি স্বাধীন, কারণ স্বাধীনতার নিরাপদ বেষ্টনির ভেতর প্রবেশ করার প্রয়োজন সে কখনো বোধ করে না। ইনসমনিয়াক রাত তার বাঁশির সাথে জেগে থাকে। কিংবা মুমিনুল ইনসমনিয়াক রাতের সঙ্গী হয় নিজের অজান্তেই। প্রথাগত মানবসূলভ অনুভবের বাইরেও একটি জগৎ আছে। সে জগতটিই বোধ করি মুমিনুলের জগৎ।
হুরে জান্নাত কবি, প্রাবন্ধিক, মনোবিজ্ঞানের শিক্ষক ও কাউন্সেলর। তাঁর জন্ম ১৯৭৩ সালের ফেব্রুয়ারিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে তিনি বাংলাদেশ নৌবাহিনী কলেজ ঢাকার মনোবিজ্ঞান বিভাগে অধ্যাপনা শুরু করেন। বর্তমানে কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন। এছাড়া কাজ করছেন কলেজের শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক উপদেষ্টা হিসেবেও।
মানুষের মনস্তাত্ত্বিক জীবনের গভীরতা ও সৌন্দর্যময়তার ভেতর বিচরণ এবং সত্য অন্বেষণ তাঁর পছন্দের বিষয়। দর্শন, মনস্তত্ত্ব, সমাজ, ইত্যাদি বিষয়ে তিনি লিখছেন নিয়মিত।
তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কবিতাগুলো শিরোনামহীন (২০১৭)।
বাজারে জন্ম নেওয়া এবং বড় হয়ে ওঠা মুমিনুল ঠিক কে, তার বাঁশির সুরের উৎস কোথায় কেউ জানে না। কেউ জানার প্রয়োজন মনে করে না। মুমিনুল তার মতো বেড়ে ওঠে, এই ব্যস্ত এবং নির্ঘুম নগরীর অদ্ভুত অথচ প্রচলিত ঘটনাবলির সাক্ষী হয়ে। তার জন্য পৃথিবীর ভালোবাসাগুলো ছড়িয়ে থাকে যত্রতত্র, বেহিসাবি। এগুলো ভালোবাসা কি না তার জানা থাকে না। প্রাণী এবং যুগপৎ মানব জীবন যাপনে অভ্যস্ত হয়ে ওঠা মুমিনুলের কাছে নির্লিপ্ততা কিংবা লিপ্ততার কোনো পৃথক অর্থ নেই। সে জানে না স্বাধীনতা কাকে বলে, কোথায় দাহের জন্ম হয়, কে উৎপীড়ক আর কে-ই বা ত্রাতা। তাতে তার কোনো অসুবিধা হয় না। মুমিনুল বোধ করি স্বাধীন, কারণ স্বাধীনতার নিরাপদ বেষ্টনির ভেতর প্রবেশ করার প্রয়োজন সে কখনো বোধ করে না। ইনসমনিয়াক রাত তার বাঁশির সাথে জেগে থাকে। কিংবা মুমিনুল ইনসমনিয়াক রাতের সঙ্গী হয় নিজের অজান্তেই। প্রথাগত মানবসূলভ অনুভবের বাইরেও একটি জগৎ আছে। সে জগতটিই বোধ করি মুমিনুলের জগৎ।
Reviews
There are no reviews yet.
Be the first to review “ইনসমনিয়াক রাতের বংশীবাদক” Cancel reply
Reviews
There are no reviews yet.