এক দূরাগত কান্না, ভাঙন আর প্রেমকে রক্তাপ্লুত হয়ে উপস্থাপিত হতে দেখি আমরা জাহিদুল হকের কবিতার শব্দগুচ্ছে। কবিতাসংগ্রহ-এর কবিতায় এই কবির এক জীবনের নানান অচেনা প্রদেশকে আমরা দরোজা খুলতে দেখি, কখনো দরোজা খুলবার শব্দে উদ্বেগাকুল হই। তাঁর কবিতার সকল অর্থ যেন এক অর্থহীনতায় গিয়ে পৌঁছয়, পৌঁছয় এক মুখর নীরবতায়, কিন্তু প্রবাহিত করতে থাকে এক পবিত্র শোককে অন্তহীনভাবে।
জাহিদুল হকের কবিতার শরীর ভাস্কর্যের মতো তীব্র ও নিস্তরঙ্গ, কিন্তু ভেতরে এক রক্তাপ্লুত ফল্গুধারা প্রবহমান। জাহিদুল হকের কবিতা আজকের দিনের কবিতাÑকিংবা আগামী দিনের কবিতা তাঁর কবিতা। তাঁর কবিতা প্রতিটি আগামী দিনকে অতিক্রম করতে থাকে যেন কার উদ্দেশে, কার খোঁজে! কবি জানেন কান্না, ভাঙন আর প্রেমের বাড়িগুলোর দরোজা খুলতে খুলতে এই খোঁজ না করলে অমন পবিত্র শব্দগুচ্ছ উচ্চারিত হতে পারে না। সমগ্র বাংলা কবিতায় এই কবিতাসংগ্রহ-এর কবিতাগুলো নিতান্তই অচেনা এবং অচেনা বলেই নতুন।
Reviews
There are no reviews yet.