বছর দশেক আগে কথা পরম্পরা প্রথম প্রকাশিত হবার সঙ্গে সঙ্গে এই স্বতন্ত্র ধারার বইটি মননশীল পাঠক মহলে ব্যাপকভাবে আলোচিত হয়। কথা সাহিত্যিক শাহাদুজ্জামান তার গৃহীত এবং ভাষান্তরিত সাক্ষাৎকারগুলো সংকলিত করেছেন এই বইটিতে। নানা ক্ষেত্রের বরেন্য ব্যাক্তিত্বদের সঙ্গে গভীর অনুসন্ধানী আলাপচারিতার মাধ্যমে শাহাদুজ্জামান এ দেশে সাক্ষাৎকারের একটি স্বতন্ত্র ধারার সুচনা করেন। সেই সঙ্গে তার শক্তিমান গদ্যে বিশ্ববরেন্য ব্যক্তিদের সাক্ষাৎকারের অনুবাদ, বাঙ্গালী পাঠকদের কাছে তুলে ধরে শিল্প, সাহিত্য, রাজনীতির বহু খ্যাতিমান মানুষের অন্তর্জগত। তাঁর গৃহীত এবং ভাষান্তরিত সাক্ষাৎকারগুলো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে নানা বই এবং পত্রিকায় বহুবার পুনর্মুদ্রিত হয়। বইটির প্রথম মুদ্রন নিঃশেষ হয়ে যায় দ্রুত। পাঠকদের মধ্যে প্রচুর চাহিদা থাকা সত্বেও নানা প্রতিবন্ধকতার কারনে ‘কথা পরম্পরা’র দ্বিতীয় সংস্করণ হতে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল । তবু নতুন কলেবরে বইটি অবশেষে পাঠকদের কাছে উপস্থিত করতে পেরে আমরা আনন্দিত। মননশীল পাঠকদের জন্য ‘কথা পরম্পরা’ একটি অবশ্য পাঠ্য বই বলে আমরা বিবেচনা করি।
শাহাদুজ্জামান ব্যাতিক্রমী এবং নিরীক্ষাধর্মী গ্রন্থ রচনার মধ্য দিয়ে শাহাদুজ্জামান মননশীল বাংলা কথাসাহিত্যে তাঁর অনিবার্য অবস্থানটি ইতিমধ্যে নিশ্চিত করেছেন। গল্প, উপন্যাস ছাড়াও প্রবন্ধ, গবেষণা, ভ্রমণ এবং অনুবাদ সাহিত্যেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ। শাহাদুজ্জামান পড়াশোনা করছেন মির্জাপুর ক্যাডেট কলেজ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে। পরবর্তীকালে তিনি নেদারল্যান্ডস-এর আমস্টার্ডাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন চিকিৎসা নৃবিজ্ঞানে। পেশাগতভাবে তিনি ডাক্তার হিসেবে কাজ করেছেন উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর গ্রামীণ স্বাস্থ্য প্রকল্পে, পরে অধ্যাপনা করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ‘ স্কুল অব পাবলিক হেলথ’এ।বর্তমানে তিনি যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে গবেষণা এবং অধ্যাপনায় যুক্ত আছেন। শাহাদুজ্জামানের জন্ম ১৯৬০ সালে ঢাকায়। (Email: zaman567@yahoo.com) শাহাদুজ্জামানের কিছু উল্লেখযোগ্য বই ছোটগল্প : ‘কয়েকটি বিহ্বল গল্প’, ‘ পশ্চিমের মেঘে সোনার সিংহ’, ‘কেশের আড়ে পাহাড়’, ‘অন্য এক গল্পকারের গল্প নিয়ে গল্প’ উপন্যাস/ডকু ফিকশন : ‘ক্রাচের কর্নেল’, ‘বিসর্গতে দুঃখ’, ‘খাকি চত্বরের খোয়ারী’, ‘আধো ঘুমে ক্যাষ্ট্রোর সঙ্গে’ প্রবন্ধ : ‘কাগজের নৌকায় আগুনের নদী : কলাম, নিবন্ধ, বক্তৃতা সংকলন’, ‘শাহবাগ ২০১৩’, ‘লেখালেখি’, ‘চিরকুট’, ‘টুকরো ভাবনা’, ‘চ্যাপলিন আজো চমৎকার’, ‘চলচ্চিত্র, বায়োস্কোপ প্রভৃতি’, ‘আমস্টার্ডাম ডায়েরী এবং অন্যান্য’ গবেষণা : ‘একটি হাসপাতাল, একজন নৃবিজ্ঞানী, কয়েকটি ভাঙ্গা হাড়’ সাক্ষাৎকার : ‘কথা পরম্পরা’ অনুবাদ : ‘ক্যাঙ্গারু দেখার শ্রেষ্ঠ দিন এবং অন্যান্য অনুবাদ গল্প’, ‘ভাবনা ভাষান্তর’ সম্পাদনা : ‘আখতারুজ্জামান ইলিয়াসের ডায়েরী’
বছর দশেক আগে কথা পরম্পরা প্রথম প্রকাশিত হবার সঙ্গে সঙ্গে এই স্বতন্ত্র ধারার বইটি মননশীল পাঠক মহলে ব্যাপকভাবে আলোচিত হয়। কথা সাহিত্যিক শাহাদুজ্জামান তার গৃহীত এবং ভাষান্তরিত সাক্ষাৎকারগুলো সংকলিত করেছেন এই বইটিতে। নানা ক্ষেত্রের বরেন্য ব্যাক্তিত্বদের সঙ্গে গভীর অনুসন্ধানী আলাপচারিতার মাধ্যমে শাহাদুজ্জামান এ দেশে সাক্ষাৎকারের একটি স্বতন্ত্র ধারার সুচনা করেন। সেই সঙ্গে তার শক্তিমান গদ্যে বিশ্ববরেন্য ব্যক্তিদের সাক্ষাৎকারের অনুবাদ, বাঙ্গালী পাঠকদের কাছে তুলে ধরে শিল্প, সাহিত্য, রাজনীতির বহু খ্যাতিমান মানুষের অন্তর্জগত। তাঁর গৃহীত এবং ভাষান্তরিত সাক্ষাৎকারগুলো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে নানা বই এবং পত্রিকায় বহুবার পুনর্মুদ্রিত হয়। বইটির প্রথম মুদ্রন নিঃশেষ হয়ে যায় দ্রুত। পাঠকদের মধ্যে প্রচুর চাহিদা থাকা সত্বেও নানা প্রতিবন্ধকতার কারনে ‘কথা পরম্পরা’র দ্বিতীয় সংস্করণ হতে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল । তবু নতুন কলেবরে বইটি অবশেষে পাঠকদের কাছে উপস্থিত করতে পেরে আমরা আনন্দিত। মননশীল পাঠকদের জন্য ‘কথা পরম্পরা’ একটি অবশ্য পাঠ্য বই বলে আমরা বিবেচনা করি।
Reviews
There are no reviews yet.