গর্জিয়াস (ইংরেজিতে গর্জিয়াস; গ্রিকে গর্গিয়াস)। এই সংলাপটিতে আমরা সক্রেটিসকে বাগ্মিতার ব্যবহার নিয়ে জ্যেষ্ঠ ও বয়স্ক সফিস্ট গর্জিয়াসের সঙ্গে আলোচনায় নিরত হতে দেখি। বাগ্মিতার আলোচনা দিয়ে সূত্রপাত ঘটলেও এই সংলাপটিতে দুই বিশ্বদৃষ্টির সন্ধান মেলে। একদিকে থাকে গর্জিয়াস, তাঁর শিষ্য পোলাস ও কালিক্লিজের জীবনদৃষ্টির উত্থাপন, যেখানে দাবি করা হয় সর্বোত্তম জিনিস হলো ক্ষমতা; তার অধিকারিত্বই জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্য হওয়া উচিত। কালিক্লিজ দাবি করেন যে, সেই ব্যক্তিই সুখী যে তার আবেগ ও বাসনাকে বাড়তে দেয়, তাদের পরিতৃপ্ত করার জন্য ক্ষমতা আহরণ করে। অপরপক্ষে সক্রেটিস যা কামনা করেন তা ক্ষমতার জীবন নয়, বা নিরাপদ জীবন নয়; তা হলো উত্তম জীবন।
প্লেটোসমগ্র, তথা, প্লেটোর আটাশটি সংলাপ বাংলায় ভাষান্তর করে বিশিষ্ট অনুবাদক আমিনুল ইসলাম ভুইয়া আমাদের প্রশংসার পাত্র হয়েছেন। তিনি আরও কিছু দার্শনিক, যেমন, কার্ল পপার, ডেভিড হিউম, বার্ট্রান্ড রাসেল, ফ্রাঞ্জ ফাঁনো, পাওলো ফ্রেইরি এবং মিথতত্ত্ববিদ জোসেফ ক্যাম্পবেলের কিছু সংখ্যক বই অনুবাদ করেছেন। ‘রবীন্দ্রনাথ: দর্শনভাবনা’, ‘প্লেটোর রিপাবলিক-এর ভূমিকা’, ‘প্লেটো প্রবেশিকা’, ‘প্লেটোর সংলাপের সংক্ষিপ্ত পাঠ’, ‘সক্রেটিস ও প্লেটোর প্রকৃষ্ট চিন্তা’, ‘সক্রেটিস প্লেটো প্রবচন’ শীর্ষক পুস্তকাদি রচনা ও সংকলন করে তিনি বাঙালি পাঠককে দর্শনপাঠে, বিশেষত ধ্রুপদী গ্রিকদর্শন পাঠে অধিকতর আগ্রহী করে তোলার প্রয়াস পেয়েছেন।
আমিনুল ইসলাম ভুইয়া একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা; ২০১০ সালে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব হিসেবে অবসর গ্রহণ করেন। ২০১৭ সালে তিনি অনুবাদ সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
গর্জিয়াস (ইংরেজিতে গর্জিয়াস; গ্রিকে গর্গিয়াস)। এই সংলাপটিতে আমরা সক্রেটিসকে বাগ্মিতার ব্যবহার নিয়ে জ্যেষ্ঠ ও বয়স্ক সফিস্ট গর্জিয়াসের সঙ্গে আলোচনায় নিরত হতে দেখি। বাগ্মিতার আলোচনা দিয়ে সূত্রপাত ঘটলেও এই সংলাপটিতে দুই বিশ্বদৃষ্টির সন্ধান মেলে। একদিকে থাকে গর্জিয়াস, তাঁর শিষ্য পোলাস ও কালিক্লিজের জীবনদৃষ্টির উত্থাপন, যেখানে দাবি করা হয় সর্বোত্তম জিনিস হলো ক্ষমতা; তার অধিকারিত্বই জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্য হওয়া উচিত। কালিক্লিজ দাবি করেন যে, সেই ব্যক্তিই সুখী যে তার আবেগ ও বাসনাকে বাড়তে দেয়, তাদের পরিতৃপ্ত করার জন্য ক্ষমতা আহরণ করে। অপরপক্ষে সক্রেটিস যা কামনা করেন তা ক্ষমতার জীবন নয়, বা নিরাপদ জীবন নয়; তা হলো উত্তম জীবন। এই সংলাপটিতেই ‘অন্যায় করার চাইতে অন্যায় সহা উত্তম’–সক্রেটিসের সেই বিখ্যাত উক্তির দেখা পাই আমরা। ক্ষমতা ও শক্তি নিয়ে আধুনিককালে নীট্শে যে দর্শন গড়ে তুলেছেন তার প্রতিবাদ যে আড়াই হাজার বছর আগেই প্রস্তুত করা ছিল তার দিশা মিলবে এই সংলাপটিতে।
Reviews
There are no reviews yet.
Be the first to review “প্লেটো- গর্জিয়াস” Cancel reply
Reviews
There are no reviews yet.