নেফারতিতি! অপরূপা সুন্দরী। প্রাচীন মিশরের রহস্যময়ী রানি কুইন নেফারতিতির নামে তার নাম। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী। সে প্রেমে পড়ে ওই বিভাগের সেরা ছাত্র ইফতেখার হোসেন ইফতির। দীর্ঘ পাঁচ বছরের প্রেম গভীর থেকে আরও গভীর হয়। কিন্তু এদেশের নষ্ট হয়ে যাওয়া রাজনীতি কোথায় এনে দাঁড় করালো এই প্রেমিক-প্রেমিকা যুগলকে!
রাজনীতির সুস্থ স্বাভাবিক যে-ধারাটি মানুষকে আন্দোলন-সংগ্রামে মাঠে নামতে আহ্বান করেছিল সেই আহ্বানে সাড়া দিয়ে মানুষ ঝাঁপিয়ে পড়েছিল বাহান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তুরের ছাত্র-গণঅভ্যুত্থান এবং সবশেষে মুক্তিযুদ্ধে। তারপর এদশের রাজনীতিতে পরপর কয়েকটি নৃশংস হত্যাকাণ্ড আর সামরিক অভ্যুত্থানে দেশ চলে যায় জেনারেলদের হাতে। কিছু নষ্ট লোভী মানুষ এদেশের রাজনীতিতে ঢুকে পড়ে সামরিক জান্তার হাত ধরে। আমাদের রাজনীতি সীমাহীন কুলষিত হয়ে পড়ে।
হাবিব আনিসুর রহমান ইতিহাসের ছাত্র, এজন্য তাঁর সমাজ ও সময় নিয়ে পূর্বাপর চিন্তায় ব্যাপৃত হওয়ার অভ্যাস আছে। এই পর্যবেক্ষণ লেখকের নিজস্ব চিন্তার প্রতিফলন। তাঁর ভাষা মেদহীন। বইটি ভিন্ন আখ্যানে পাঠকদের কাছে আদৃত হবে বলে আমাদের বিশ্বাস।
Reviews
There are no reviews yet.