জাতীয় অধ্যাপক ডক্টর কাজী মোতাহার হোসেনকে (১৮৯৭-১৯৮১) কেউ কেউ ‘রেনেসাঁ-পুরুষ’ হিসেবে অভিহিত করেছেন। তাঁর জীবন ও কৃতির সামগ্রিক বিশ্লেষণে এই অভিধাকে কখনোই অতিকথন বলা যাবে না। বহুমাত্রিক ব্যক্তিত্ব তিনি : সাহিত্য, শিক্ষা, বিজ্ঞান, ক্রীড়া ও সামাজিক জাগরণের ক্ষেত্রে তাঁর অবদান ও অর্জনের কথা সর্বজনস্বীকৃত। আজীবন তিনি জ্ঞানের সাধনায় নিয়োজিত ছিলেন, মুক্তবুদ্ধির চর্চা করে এসেছেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে পালন করেছেন বিবেকী ভূমিকা। ভীতি বা প্রলোভনে বশীভূত বা নিয়ন্ত্রিত হননি কখনো।
কাজী মোতাহার হোসেন ছিলেন প্রজ্ঞার প্রতীক, মুক্তজ্ঞানের সাধক, প্রগতির প্রবক্তা। এই নিঃশঙ্ক সমাজভাবুক ও নিরলস জ্ঞানতাপসের ১২০তম জন্মবর্ষ উপলক্ষে এই স্মারক-সংকলন, প্রগতি মননের তপস্বী, প্রকাশের উদ্যোগ। দেশের বরেণ্য লেখক-শিক্ষাবিদ-বুদ্ধিজীবীর রচনায় সমৃদ্ধ এই স্মারকগ্রন্থটি সম্পাদনা করেছেন এই প্রাজ্ঞ মনীষীর সান্নিধ্যধন্য ডক্টর আবুল আহসান চৌধুরী।
Reviews
There are no reviews yet.