বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং আমার একান্ত সচিব জনাব মোঃ নজিবুর রহমান “প্রটোকল ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক শিষ্টাচার” শীর্ষক একটি গ্রন্থ রচনা। করেছেন দেখে আমি বিশেষভাবে আনন্দিত হয়েছি । গ্রন্থের বিষয়বস্তু ও প্রেক্ষাপট যে সুবিশাল তা গ্রন্থের সূচির দিকে তাকালেই ধরা পড়ে। গ্রন্থটিতে নিখুঁতভাবে প্রটোকলের বিভিন্ন দিক, প্রটোকল সম্পর্কিত আন্তর্জাতিক কনভেনশনসমূহ, মানক্রমপত্র, সংবর্ধনা অনুষ্ঠান ও আনুষ্ঠানিক ভোজসভার ব্যবস্থাপনা ইত্যাদি বিষয় বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। এছাড়াও গ্রন্থটিতে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে অনুসৃত প্রটোকলের রূপরেখা, ধরণ ও বিন্যাস সম্পর্কে অনবদ্য আলোচনার অবতারণা করা হয়েছে । বর্তমান বিশ্বে বিভিন্ন দেশের সরকার এবং অপরাপর প্রতিষ্ঠানসমূহের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং প্রতিনিধিদল বিনিময়ের ব্যাপ্তি বৃদ্ধি পাওয়ায় প্রটোকল ও শিষ্টাচার সম্পর্কে ধারণা লাভ করা খুবই জরুরি হয়েছে। গুণী শিল্পীরা যেমন তাঁদের তুলির সাহায্যে অতি নিপুণভাবে একটি শিল্পকর্ম তৈরি করতে পারেন তেমনি প্রটোকলের জ্ঞান সমৃদ্ধ একজন ব্যক্তি বা কর্মকর্তা এর যথাযথ প্রয়োগের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানকে আকর্ষনীয় ও ভাবগম্ভীর করে তুলতে পারেন। পক্ষান্তরে প্রটোকলের ব্যাপারে উদাসীনতা যে কোন রাষ্ট্রীয় কিংবা সামাজিক অনুষ্ঠানের পরিবেশকে উপভোগ্য না করে বরং পুরো অনুষ্ঠানটির সৌন্দর্যহানি ঘটাতে পারে । দুর্ভাগ্যবশত প্রটোকল ও শিষ্টাচার সম্পর্কে জ্ঞান সমৃদ্ধকরণের বিষয়টি এখনো আমাদের দেশে ব্যাপকভাবে গুরুত্ব পায়নি। জনাব নজিবুর রহমান যে ব্যাপক পরিসরে গ্রন্থটি রচনা করেছেন তা একদিকে পাঠক সমাজে যেমন সমাদৃত হবে অন্যদিকে তেমনি প্রটোকলের মত একটি সংবেদনশীল বিষয়ে খুঁটিনাটি জানার আগ্রহ মেটাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি । লেখক মাঠ প্রশাসন, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), বিদেশস্থ বাংলাদেশ দূতাবাস এবং জাতীয় সংসদে কাজ করার সুযােগ পেয়েছেন বলে তাঁর পক্ষে এ ধরণের একটি সময়োপযোগী এবং মূল্যবান গ্রন্থ রচনা করা সম্ভব হয়েছে । এ গ্রন্থে তাঁর লব্ধ অভিজ্ঞতার প্রতিফলন ঘটেছে। বাংলা ভাষায় এ ধরণের একটি জটিল বিষয়ে গ্রন্থ রচনা দুরূহ কাজ এ ব্যাপারে কোন সন্দেহ নেই। তবুও লেখকের ঐকান্তিক প্রচেষ্টা তাঁকে এ কঠিন কাজে সফল করেছে। ব্যতিক্রমধর্মী এ বইটির ব্যাপক ব্যবহার প্রটোকল ও শিষ্টাচার সম্পর্কে জ্ঞান অর্জনে সহায়ক হবে বলে মনে করি।
ডিসেম্বর ১৯৯৭
(হুমায়ুন রশীদ চৌধুরী)
স্পীকার
বাংলাদেশ জাতীয় সংসদ
Reviews
There are no reviews yet.