এই বইয়ের অধিকাংশ লেখাই প্রজাতন্ত্রের প্রধান কার্যালয় বাংলাদেশ সচিবালয়-কেন্দ্রিক। সিভিল সার্ভিসের বেশ ক’জন স্বনামধন্য কর্মকর্তা (সিএসপি) যখন সরকারের সর্বোচ্চ পদাধিকারী অর্থাৎ সচিব পদে কর্মরত থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, এগুলো সে সময়কার ঘটনা। বিষয়গুলো দাপ্তরিক কাজের সঙ্গে সম্পৃক্ত অথচ ছোট ছোটগল্পের মতো। সাবেক সচিবগণের সঙ্গে বাংলাদেশ প্রজন্মের অনেক তরুণ কর্মকর্তা খুব কাছাকাছি থেকে কাজ করার সুযোগ পেয়েছেন। অনেকেই একান্ত সচিব (পিএস) পদে থেকে তাঁদের সরাসরি অনুসরণ করেছেন। নানাবিধ অভিজ্ঞতা ও জ্ঞান অর্জন করে কেউ কেউ নিজেকে যথেষ্ট সমৃদ্ধও করেছেন। এদের লব্ধ অম্স্নমধুর স্মৃতিকথনকে পুঁজি করেই এরকম ছোট্ট কলেবরের একটি বই বের করার সাহস সঞ্চার করি। আমি নিজেও দু’জন আলোচিত সচিবের একান্ত সচিব হিসেবে বেশ কিছু সময় কাজ করি। যার ফলে গল্পগুলোর বর্ণনা খানিকটা সহজতর হয়েছে। এগুলো আমার নিজের এবং আমার সময়ের বেশ ক’জন একান্ত সচিবের প্রত্যক্ষ জবানিতে সংগ্রহ করা বাস্তব কাহিনি-ভিত্তিক।
মো. আবদুল মান্নান বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্য। বর্তমানে সরকারের (অতিরিক্ত সচিব) বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম হিসেবে কর্মরত আছে। কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার চান্দপুর গ্রামে ১৯৬২ সালে তাঁর জন্মগ্রহণ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি রাষ্ট্রবিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স এবং ডিপ-ইন-এড ডিগ্রি অর্জন করেন। চাকরিজীবনে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক/ম্যাজিস্ট্রেট এবং ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে সুনামে সঙ্গে দায়িত্ব পালন করেন।
মো. আবদুল মান্নানের মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম গল্পসংকলন ‘অন্তরালে দৃশ্যপট’ ২০১১ সালে পালক পাবলিশার্স থেকে প্রকাশিত হয়। প্রথম গ্রন্থ হিসেবে ‘অন্তরালে দৃশ্যপট’ ব্যাপক পাঠকপ্রিয়তা পায়। ওই গ্রন্থে অন্তর্ভুক্ত মুক্তিযুদ্ধভিত্তিক গল্প ‘অন্ত্যোষ্ট্রিক্রিয়া’ বিজয় দিবস ২০১৬-এর বিশেষ নাটক হিসেবে বিটিভিতে প্রচারিত হলে বেশ প্রশংসিত হয়। তাঁর দ্বিতীয় গ্রন্থ ‘সক্রেটিসের জল্লাদ’ ২০১৭ সালে আগামী প্রকাশনী থেকে বাংলা একাডেমির বইমেলা চলাকালে প্রকাশিত হয়।
এই বইয়ের অধিকাংশ লেখাই প্রজাতন্ত্রের প্রধান কার্যালয় বাংলাদেশ সচিবালয়-কেন্দ্রিক। সিভিল সার্ভিসের বেশ ক’জন স্বনামধন্য কর্মকর্তা (সিএসপি) যখন সরকারের সর্বোচ্চ পদাধিকারী অর্থাৎ সচিব পদে কর্মরত থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, এগুলো সে সময়কার ঘটনা। বিষয়গুলো দাপ্তরিক কাজের সঙ্গে সম্পৃক্ত অথচ ছোট ছোটগল্পের মতো। সাবেক সচিবগণের সঙ্গে বাংলাদেশ প্রজন্মের অনেক তরুণ কর্মকর্তা খুব কাছাকাছি থেকে কাজ করার সুযোগ পেয়েছেন। অনেকেই একান্ত সচিব (পিএস) পদে থেকে তাঁদের সরাসরি অনুসরণ করেছেন। নানাবিধ অভিজ্ঞতা ও জ্ঞান অর্জন করে কেউ কেউ নিজেকে যথেষ্ট সমৃদ্ধও করেছেন। এদের লব্ধ অম্স্নমধুর স্মৃতিকথনকে পুঁজি করেই এরকম ছোট্ট কলেবরের একটি বই বের করার সাহস সঞ্চার করি। আমি নিজেও দু’জন আলোচিত সচিবের একান্ত সচিব হিসেবে বেশ কিছু সময় কাজ করি। যার ফলে গল্পগুলোর বর্ণনা খানিকটা সহজতর হয়েছে। এগুলো আমার নিজের এবং আমার সময়ের বেশ ক’জন একান্ত সচিবের প্রত্যক্ষ জবানিতে সংগ্রহ করা বাস্তব কাহিনি-ভিত্তিক।
Reviews
There are no reviews yet.
Be the first to review “পুনশ্চ প্রশাসন” Cancel reply
Reviews
There are no reviews yet.