“বাংলাদেশ টেলিভিশনে যারা দীর্ঘ সময় কাজ করেছেন, বিশেষ করে সত্তরের দশকের শেষ ও আশির দশকের শুরু থেকে (এবং এর পরেও), তাঁদের পা ফেলতে হয়েছে মেপে মেপে। খ ম হারূনের আত্মকথনধর্মী এই বইটির শিরোনাম তিনি যদিও নিয়েছেন তাঁর প্রযোজিত ও পরিচালিত অনেক নন্দিত খণ্ড এবং সিরিয়াল নাটকের একটি থেকে, বাংলাদেশ টেলিভিশনে তাঁর পদযাত্রাও শঙ্কিতই ছিল। কেন, সেই কথাটিও তিনি এ বইতে লিখেছেন। সেই হিসেবে শিরোনামটি যথার্থ। দেশে গণতন্ত্র এলেও কোনো সৃষ্টিশীল, উদ্ভাবনপ্রিয় এবং স্বাধীনচিত্ত প্রযোজকের জন্য পথচলাটা শঙ্কাহীন নয়। নানা জনের মন জুগিয়ে চলতে গেলে মানটা ধরে রাখা যায় না। এজন্য নাটকসহ বাংলাদেশ টেলিভিশনের বা বিটিভির নানা অনুষ্ঠানে মানের ঘরে এত কমতি। হারূন যখন কাজ শুরু করেন প্রতিবন্ধকতাটা কম ছিল না, কিন্তু সেসব মেনে নিয়েও অসংখ্য ভালো কাজ করেছেন প্রযোজকগণ। কীভাবে প্রতিবন্ধকতার ফাঁকফোকর কাজে লাগিয়ে, বেড়া গলিয়ে, গাতা-গর্ত টপকে এই মেধাবী প্রযোজকেরা কাজ করে গেছেন, হারূন তা এ বইতে লিখেছেন, নিজেও যেহেতু তিনি ওই দলে ছিলেন। …তিনি সত্যকে কোথাও আড়াল করেননি। যেসব দেখেছেন, যেসব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, সব অকপটে তুলে ধরেছেন।
শঙ্কিত পদযাত্রা পড়া এবং বিটিভি, বাংলাদেশের সংস্কৃতি আর সমাজ জীবনের একটা অন্তরঙ্গ ইতিহাস পড়া একই জিনিস। খ ম হারূনের ভাষাটি সুন্দর, বর্ণনা গতিশীল এবং পরিবেশনটাও মনোগ্রাহী। অনেক অজানা কাহিনি তিনি তুলে ধরেছেন, অপরিচিত নানা মানুষকেও পরিচিতের স্পর্শ দিয়েছেন।”
― সৈয়দ মনজুরুল ইসলাম
Reviews
There are no reviews yet.