সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন (১৮৮৮-১৯৯৪) ছিলেন গত বিশ শতকের সর্বজনপ্রিয় সাহিত্যসেবী, সমাজহিতৈষী, কুসংস্কার এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক লড়াকু সৈনিক। ওই শতকের দ্বিতীয় ও তৃতীয় দশকে যখন মুক্তবুদ্ধি চর্চার তরুণ লেখকগণ গোঁড়া সমাজ ও ধর্মীয় নেতাদের আক্রমণের শিকার হয়েছিলেন তখন তিনি তাঁদের পৃষ্ঠপোষকতায় এগিয়ে এসেছিলেন।
সওগাত সম্পাদকের নিকট বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে জড়িত কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীসহ বেশ কিছু সাধারণ পাঠক সমকালীন সাহিত্য সমাজ, রাজনীতিসহ বিভিন্ন বিষয়ের অবতারণা করে এবং তাদের মতামত ব্যক্ত করে চিঠিপত্র লিখেছেন। সেসব চিঠিপত্র তাঁর সম্পাদিত মাসিক সওগাত ও সাপ্তাহিক সওগাতে কোনো কোনো ক্ষেত্রে সম্পাদকের মন্তব্যসহ প্রকাশিত হয়েছিল। সেসব চিঠিপত্র থেকে আগ্রহী পাঠক একদিকে যেমন সমকালীন সমাজ সম্পর্কে জানতে পারবেন অন্যদিকে এই চিঠিপত্রসমূহ সমকালীন সমাজ ও রাজনীতি বিষয়ক গবেষণার কাজে আসতে পারে। নিষ্ঠাবান গবেষক ড. সুনীল কান্তি দে এই উদ্দেশ্যকে সামনে রেখে এসব চিঠিপত্র সংকলন করেছেন। আলোচ্য গ্রন্থে বর্তমানে দুষ্প্রাপ্য ‘সাপ্তাহিক সওগাত’-এ প্রকাশিত সম্পাদকের নিকট লিখিত চিঠিপত্রগুলোই গ্রন্থিত করা হয়েছে।
পত্র লেখকগণের মধ্যে রয়েছেন ইসমাইল হোসেন সিরাজী, ফজিলাতুন নেসা, মোহাম্মদ মোদাব্বের, আবুল হুসেন, আবদুল হাকিম, কাজী আবদুল ওদুদ, অধ্যাপক মোতাহের হোসেন, মোহাম্মদ আবদুল হাকিম বিক্রমপুরী, মোহাম্মদ আনওয়ার উল্লা, শেখ মোহাম্মদ সিদ্দীক, কাজী মোহাম্মদ হরমুজউল্লাহ, এস ওয়াজেদ আলী, আবুল কালাম শামসুদ্দীন (নূরী), আবুল ফজল, মিসেস সাজেদা খাতুন, তমিজউদ্দিন খান, ফজলে আলী এবং আলোকানন্দ মহাভারতী প্রমুখ কবি, সাহিত্যিক, সাংবাদিক ও বুদ্ধিজীবী।
সাপ্তাহিক সওগাত ও সান্ধ্যকালের পত্রালাপ
সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন (১৮৮৮-১৯৯৪) ছিলেন গত বিশ শতকের সর্বজনপ্রিয় সাহিত্যসেবী, সমাজহিতৈষী, কুসংস্কার এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক লড়াকু সৈনিক। ওই শতকের দ্বিতীয় ও তৃতীয় দশকে যখন মুক্তবুদ্ধি চর্চার তরুণ লেখকগণ গোঁড়া সমাজ ও ধর্মীয় নেতাদের আক্রমণের শিকার হয়েছিলেন তখন তিনি তাঁদের পৃষ্ঠপোষকতায় এগিয়ে এসেছিলেন।
সওগাত সম্পাদকের নিকট বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে জড়িত কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীসহ বেশ কিছু সাধারণ পাঠক সমকালীন সাহিত্য সমাজ, রাজনীতিসহ বিভিন্ন বিষয়ের অবতারণা করে এবং তাদের মতামত ব্যক্ত করে চিঠিপত্র লিখেছেন। সেসব চিঠিপত্র তাঁর সম্পাদিত মাসিক সওগাত ও সাপ্তাহিক সওগাতে কোনো কোনো ক্ষেত্রে সম্পাদকের মন্তব্যসহ প্রকাশিত হয়েছিল। সেসব চিঠিপত্র থেকে আগ্রহী পাঠক একদিকে যেমন সমকালীন সমাজ সম্পর্কে জানতে পারবেন অন্যদিকে এই চিঠিপত্রসমূহ সমকালীন সমাজ ও রাজনীতি বিষয়ক গবেষণার কাজে আসতে পারে। নিষ্ঠাবান গবেষক ড. সুনীল কান্তি দে এই উদ্দেশ্যকে সামনে রেখে এসব চিঠিপত্র সংকলন করেছেন। আলোচ্য গ্রন্থে বর্তমানে দুষ্প্রাপ্য ‘সাপ্তাহিক সওগাত’-এ প্রকাশিত সম্পাদকের নিকট লিখিত চিঠিপত্রগুলোই গ্রন্থিত করা হয়েছে।
পত্র লেখকগণের মধ্যে রয়েছেন ইসমাইল হোসেন সিরাজী, ফজিলাতুন নেসা, মোহাম্মদ মোদাব্বের, আবুল হুসেন, আবদুল হাকিম, কাজী আবদুল ওদুদ, অধ্যাপক মোতাহের হোসেন, মোহাম্মদ আবদুল হাকিম বিক্রমপুরী, মোহাম্মদ আনওয়ার উল্লা, শেখ মোহাম্মদ সিদ্দীক, কাজী মোহাম্মদ হরমুজউল্লাহ, এস ওয়াজেদ আলী, আবুল কালাম শামসুদ্দীন (নূরী), আবুল ফজল, মিসেস সাজেদা খাতুন, তমিজউদ্দিন খান, ফজলে আলী এবং আলোকানন্দ মহাভারতী প্রমুখ কবি, সাহিত্যিক, সাংবাদিক ও বুদ্ধিজীবী।
৳ 495.00 ৳ 396.00
In stock
Book Details
Weight | .216 kg |
---|---|
Dimensions | 6.6 × 8.7 × .8 in |
Binding Type | |
Language | |
ISBN | |
Publishers | |
Release date | |
Pages |
Reviews
There are no reviews yet.