শিল্পাঞ্জলি শিশু আর্ট স্কুলের শিক্ষার্থীদের আঁকা ছবি এবং কবি সুভাষ বিশ্বাসের ছড়ার সমন্বয়ে রচিত ‘রঙে রেখায় কথা মালায়’ একটি অনন্যসুন্দর শিশুতোষ বই। শিশুরা ছড়াগুলি পড়ে তাদের কোমল মননশীলতা দিয়ে প্রতিটি ছড়ার ছবি এঁকেছে। শিশুমনোযোগী মননশীলতা নিয়ে দেখলে ছবির সাথে ছড়ার সামঞ্জস্য খুঁজে পাওয়া যাবে এবং ছড়ামোদির মন শিশুতোষ আনন্দে ভরে উঠবে।
এ বইয়ের অধিকাংশ ছড়ায় আঞ্চলিক শব্দ ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে নড়াইলের আঞ্চলিকতা সামনে এসেছে। ছড়াপ্রিয় শিল্পানুরাগী শিশুরা একটু চিন্তা করে ছবির সাথে ছড়া মিলালে ছড়ার ভাবার্থ সহজেই বুঝতে পারবে। বাংলাদেশের বিভিন্ন এলাকার আঞ্চলিক ভাষাবৈচিত্রের প্রতিও তাদের কৌতূহল সৃষ্টি হবে। ছবি ও ছড়ার এ বইখানি ছড়ামোদি শিশু কিশোর ও বয়স্কদের আনন্দ দিতে পারবে বলে আমাদের বিশ্বাস ।
কবি সুভাষ বিশ্বাস একাধারে কবি, ছড়াকার, গবেষক, প্রবন্ধকার, ঔপন্যাসিক। জন্ম ১৯৫১ সালে নড়াইলে। নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে শিক্ষা জীবন শুরু। স্কুল জীবন থেকেই কবিতা ও ছোট গল্প লেখার প্রতি তাঁর আগ্রহ জন্মে। নড়াইল ভিক্টোরিয়া কলেজ থেকে স্নাতক। ১৯৭১ সালে সক্রিয়ভাবে বামপন্থি রাজনৈতিক দলের সাথে যুক্ত হন। ১৯৭৫ সালে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হলে কারারুদ্ধ হন। ১৯৭৯ সালে কারামুক্ত হবার পর রাজনৈতিক জীবন ছেড়ে সেবামূলক কাজে আত্মনিয়োগ করেন। ২০০৬ সালে ‘অরিত্র’ নামে একটি লিটল ম্যাগাজিনের কয়েকটি সংখ্যা বের করেন। তাঁর লেখায় সৃজনশীলতার প্রকাশ পাওয়া যায়।
প্রকাশিত বই--প্রবন্ধ: এস এম সুলতান : বৈচিত্রময় শিল্পজীবন; উপন্যাস : ব্রাহ্মণের বউ, বধূবরণ; ছোট গল্প : কাহিনী গুচ্ছ; কবিতা : আমার ভালোবাসা, স্বপ্নছোঁয়া মন, অনুভবে অনুরাগ, লোহিত স্বদেশ, অসাহজিয়া, ফুলকির মুখ, বিম্বিত অন্ধকার।
শিল্পাঞ্জলি শিশু আর্ট স্কুলের শিক্ষার্থীদের আঁকা ছবি এবং কবি সুভাষ বিশ্বাসের ছড়ার সমন্বয়ে রচিত ‘রঙে রেখায় কথা মালায়’ একটি অনন্যসুন্দর শিশুতোষ বই। শিশুরা ছড়াগুলি পড়ে তাদের কোমল মননশীলতা দিয়ে প্রতিটি ছড়ার ছবি এঁকেছে। শিশুমনোযোগী মননশীলতা নিয়ে দেখলে ছবির সাথে ছড়ার সামঞ্জস্য খুঁজে পাওয়া যাবে এবং ছড়ামোদির মন শিশুতোষ আনন্দে ভরে উঠবে।
এ বইয়ের অধিকাংশ ছড়ায় আঞ্চলিক শব্দ ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে নড়াইলের আঞ্চলিকতা সামনে এসেছে। ছড়াপ্রিয় শিল্পানুরাগী শিশুরা একটু চিন্তা করে ছবির সাথে ছড়া মিলালে ছড়ার ভাবার্থ সহজেই বুঝতে পারবে। বাংলাদেশের বিভিন্ন এলাকার আঞ্চলিক ভাষাবৈচিত্রের প্রতিও তাদের কৌতূহল সৃষ্টি হবে। ছবি ও ছড়ার এ বইখানি ছড়ামোদি শিশু কিশোর ও বয়স্কদের আনন্দ দিতে পারবে বলে আমাদের বিশ্বাস ।
Reviews
There are no reviews yet.
Be the first to review “সোনামনিদের ছড়া: রঙে রেখায় কাথামালায় ১ম খণ্ড” Cancel reply
Reviews
There are no reviews yet.