শ্রেষ্ঠ গল্প

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাসসমূহের পাশাপাশি তাঁর ছোটগল্পগুলোও পাঠক মহলে বিশেষভাবে সমাদৃত। সেকালের রীতিনীতি, বিচার-আচার, শিল্প-সংস্কৃতি, মানুষ ও প্রকৃতির অভিন্ন সম্পর্ক, গ্রামবাংলা, ভৌতিক রহস্য—এসকল বিষয়ের দেখা মিলবে তাঁর ছোটগল্পে।
‘শ্রেষ্ঠ গল্প’ শীর্ষক এই সংকলনে স্থান পেয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আঠেরোটি ছোটগল্প যেখানে রয়েছে ‘জলসত্র’, ‘মেঘমল্লার’, ‘পুঁই মাচা’, ‘কিন্নর দল’-এর মতো বিখ্যাত গল্পসমূহ। প্রতিটি গল্পই আপনার পাঠক হৃদয়কে নাড়া দেবে। এছাড়াও এ সংকলনে স্থান পেয়েছে ‘মৌরীফুল’, ‘ক্যান্ভাসার কৃষ্ণলাল’, ‘দ্রবময়ীর কাশীবাস’, ‘একটি ভ্রমণকাহিনী’, ‘ভণ্ডুলমামার বাড়ি’, ‘কনে দেখা’ নামক গল্পসমূহ।
‘মানুষ হার মানতে জানে না’—এই কথাটির প্রতিফলন আমরা দেখতে পাই ‘ক্যান্ভাসার কৃষ্ণলাল’ গল্পে। ‘মৌরীফুল’ গল্পে আমরা দেখি এক মৌরীফুলকে। সুশীলা তার নাম, যার ভাগ্যের পরিহাস মেনে নিতে পাঠকেরও কষ্ট হয়। ‘কনে দেখা’ গল্পে লেখক প্রকৃতিকে দেখিয়েছেন এক নতুন রূপে।
লেখক প্রতিটি গল্পই লিখেছেন ভিন্ন আঙ্গিকে। প্রতিটি গল্পেই তিনি জীবন ও চারপাশের মানুষকে দেখেছেন খুঁটিয়ে খুঁটিয়ে। এ যেন জীবনের অন্য এক রূপ যেখানে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর আনন্দ-বেদনার দেখা মেলে।
শ্রীপ্রমথনাথ বিশী বলেছেন, “বিভূতিভূষণের বিশ্ব একটি সুবৃহৎ ও সুবিচিত্র খেলাঘর; তাহার অধিবাসীরা সকলেই বালক-বালিকা, সেখানকার পাহাড়পর্বত অরণ্য প্রান্তর সবই খেলাঘরের মাপের।” তাঁর মতে, “তিনি কৈশোরের কবি, সরল, সৌন্দর্যের সন্ধানী।”
আশা করি বইটি পাঠক আদৃত হবে।

৳ 350.00 ৳ 280.00

In stock

Book Details

Language

Binding Type

ISBN

Publishers

Release date

Pages

Size

7.7 X 5

About The Author

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

নন্দিত কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১২ সেপ্টেম্বর, ১৮৯৪ সালে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার কাঁচরাপাড়ার নিকটবর্তী ঘোষপাড়া-সুরতিপুর গ্রামে মামাবাড়িতে। অতিদারিদ্র্য, অভাব ও অনটনের মধ্যে তাঁর বাল্যকাল ও কৈশোরকাল অতিবাহিত হয়।
শৈশবকাল থেকেই গ্রাম-বাংলার অপরূপ প্রকৃতি তাঁকে মুগ্ধ করত। ঠিক সে কারণেই তিনি তাঁর লেখায় বারবার প্রকৃতিকে ধরার চেষ্টা করেছেন এবং সফল হয়েছেন। প্রকৃতির পাশাপাশি তাঁর রচনায় গ্রাম-বাংলার দুঃখ, দারিদ্র্য, স্বপ্ন, আশা―এ সকল বিষয়ের ছাপ স্পষ্ট।
১৯২২ সালে 'প্রবাসী' পত্রিকায় তাঁর রচিত প্রথম গল্প ‘উপেক্ষিতা’ প্রকাশিত হয়। মাত্র ২১ বছরের সাহিত্যজীবনে তিনি পাঠকদের উপহার দিয়েছেন বহু উপন্যাস, ছোটগল্প, দিনলিপি, শিশুসাহিত্য এবং ভ্রমণকাহিনি। ‘পথের পাঁচালী’, ‘অপরাজিত’, ‘আদর্শ হিন্দু হোটেল’ তাঁর লেখা সবচেয়ে জনপ্রিয় উপন্যাস। বিভূতিভূষণ রচিত ‘পথের পাঁচালী’ গ্রন্থ ইংরেজি ও ফরাসি―এই দুই ভাষাতেই অনূদিত হয়েছে। বিভূতিভূষণের অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস হলো: ‘দৃষ্টিপ্রদীপ’, ‘আরণ্যক’, ‘ইছামতী’। ‘হীরা মানিক জ্বলে’, ‘চাঁদের পাহাড়’, ‘মরণের ডঙ্কা বাজে’―তাঁর কিশোর উপন্যাস। ‘মেঘমল্লার’, ‘মৌরীফুল’, ‘যাত্রাবদল’ ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য গল্পগ্রন্থ।
শুধু পল্লিপ্রকৃতি নয়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘আরণ্যক’ গ্রন্থে আমরা প্রকৃতির অপরূপ সজীব ও মনোহর রূপ দেখতে পাই। ১৯৫০ সালের ১ সেপ্টেম্বর নন্দিত এই লেখক মৃত্যুবরণ করেন। ১৯৫১ সালে ‘ইছামতী’ উপন্যাসের জন্য তাঁকে মরণোত্তর ‘রবীন্দ্র পুরস্কারে’ ভূষিত করা হয়।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাসসমূহের পাশাপাশি তাঁর ছোটগল্পগুলোও পাঠক মহলে বিশেষভাবে সমাদৃত। সেকালের রীতিনীতি, বিচার-আচার, শিল্প-সংস্কৃতি, মানুষ ও প্রকৃতির অভিন্ন সম্পর্ক, গ্রামবাংলা, ভৌতিক রহস্য—এসকল বিষয়ের দেখা মিলবে তাঁর ছোটগল্পে।
‘শ্রেষ্ঠ গল্প’ শীর্ষক এই সংকলনে স্থান পেয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আঠেরোটি ছোটগল্প যেখানে রয়েছে ‘জলসত্র’, ‘মেঘমল্লার’, ‘পুঁই মাচা’, ‘কিন্নর দল’-এর মতো বিখ্যাত গল্পসমূহ। প্রতিটি গল্পই আপনার পাঠক হৃদয়কে নাড়া দেবে। এছাড়াও এ সংকলনে স্থান পেয়েছে ‘মৌরীফুল’, ‘ক্যান্ভাসার কৃষ্ণলাল’, ‘দ্রবময়ীর কাশীবাস’, ‘একটি ভ্রমণকাহিনী’, ‘ভণ্ডুলমামার বাড়ি’, ‘কনে দেখা’ নামক গল্পসমূহ।
‘মানুষ হার মানতে জানে না’—এই কথাটির প্রতিফলন আমরা দেখতে পাই ‘ক্যান্ভাসার কৃষ্ণলাল’ গল্পে। ‘মৌরীফুল’ গল্পে আমরা দেখি এক মৌরীফুলকে। সুশীলা তার নাম, যার ভাগ্যের পরিহাস মেনে নিতে পাঠকেরও কষ্ট হয়। ‘কনে দেখা’ গল্পে লেখক প্রকৃতিকে দেখিয়েছেন এক নতুন রূপে।
লেখক প্রতিটি গল্পই লিখেছেন ভিন্ন আঙ্গিকে। প্রতিটি গল্পেই তিনি জীবন ও চারপাশের মানুষকে দেখেছেন খুঁটিয়ে খুঁটিয়ে। এ যেন জীবনের অন্য এক রূপ যেখানে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর আনন্দ-বেদনার দেখা মেলে।
শ্রীপ্রমথনাথ বিশী বলেছেন, “বিভূতিভূষণের বিশ্ব একটি সুবৃহৎ ও সুবিচিত্র খেলাঘর; তাহার অধিবাসীরা সকলেই বালক-বালিকা, সেখানকার পাহাড়পর্বত অরণ্য প্রান্তর সবই খেলাঘরের মাপের।” তাঁর মতে, “তিনি কৈশোরের কবি, সরল, সৌন্দর্যের সন্ধানী।”
আশা করি বইটি পাঠক আদৃত হবে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “শ্রেষ্ঠ গল্প”

Your email address will not be published. Required fields are marked *