সুদীপ্তা ঘোষ
সুদীপ্তা ঘােষ একাধারে একজন লেখক ও কবি যার অসংখ্য গল্প, কবিতা, প্রবন্ধ নিয়মিত প্রকাশিত হচ্ছে। দেশে-বিদেশের বিভিন্ন পত্র-পত্রিকা, ম্যাগাজিনে শৈশব থেকে লেখক নিজেকে লেখার মধ্যে নিয়ােজিত রেখেছেন। লেখকের জন্ম একটি অতি সাংস্কৃতিক-রাজনৈতিক ও শিক্ষিত সম্রান্ত পরিবারে। সংসার বেঁধেছেন তেমনই একটি সাংস্কৃতিক পরিবারে। তার স্বামী সুনীল ঘােষ একজন উচ্চমানের সংগীত শিল্পী ও পরিচালক বাংলাদেশ বেতার ও টেলিভিশনের। একমাত্র সন্তান ডা. শংখময় ঘােষ ও পুত্রবধূ ডা, পুজা মজুমদার ঘােষ দুজনেই সংগীত শিল্পী। সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিমণ্ডলে একাগ্রতা ছাড়াও তিনি একজন উচ্চমানের সৃষ্টিশীল মানুষ। লেখালেখি ছাড়াও তিনি ছবি আঁকা, গিটার বাজানাে, চারু-কারুর। কাজ এসবে অত্যন্ত স্বাচ্ছন্দ্যবােধ করেন। এসব ছাড়াও লেখকের আর একটি বড়াে পরিচয় আছে, তিনি একজন সুপরিচিত বাচিক শিল্পী। দেশে-বিদেশে কবিতা আবৃত্তি করে বহুবার পুরস্কৃত হয়েছেন। পেশা জীবনে প্রায় ৩২ বছর তিনি শিক্ষকতা পেশায় নিয়ােজিত আছেন। বিষয় ইংরেজি সাহিত্য। লেখকের জীবনে তার আদর্শ বাবা প্রয়াত সুশীল রায় ও মা প্রয়াত শােভা রায়। ‘একাত্তরের গল্পগাথা’ ছাড়াও এ যাবত তার ১৮টি বই প্রকাশিত হয়েছে।