Skip to Content
Filters

author.name

হুরে জান্নাত শিখা

হুরে জান্নাত শিখা কবি, প্রাবন্ধিক, মনােবিজ্ঞানের। শিক্ষক ও কাউন্সেলর। তার জন্ম ১৯৭৩ সালের। ফেব্রুয়ারিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনােবিজ্ঞান। বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে তিনি বাংলাদেশ নৌবাহিনী কলেজ, ঢাকার মনােবিজ্ঞান বিভাগে অধ্যাপনা শুরু করেন।। বর্তমানে তিনি কলেজের মনােবিজ্ঞান বিষয়ের প্রধান এবং শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক উপদেষ্টা হিসেবে কাজ করছেন। তিনি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ধারার একজন। সাইকোথেরাপিস্ট হিসেবে কাজ করছেন। মানুষের মনস্তাত্ত্বিক জীবনের গভীরতা ও সৌন্দর্যময়তার ভেতর বিচরণ এবং সত্য। অন্বেষণ তার পছন্দের বিষয়। দর্শন, মনস্তত্ত্ব, সমাজ, ইত্যাদি বিষয়ে তিনি লিখছেন নিয়মিত। তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কবিতাগুলাে শিরােনামহীন (২০১৭)। ২০১৯শে তাঁর ‘ব্যক্তিত্ব, আত্মশক্তি, দর্শন ও মনস্তত্ত্ব বিষয়ক বেস্ট সেলার বই আমার হারানাে আমি। ২০২০শে অপরাজিতা ও কয়েকজন অদম্য সিসিফাস; ২০২১শে কবিতার বই ফিরে যাও নিঃস্ব সময় পাঠক সমাবেশ প্রকাশ করেছে।