Skip to Content
Filters

author.name

রইসউদ্দিন আরিফ

রইসউদ্দিন আরিফ জন্ম ১৯৪১ সালে। মার্কসীয় চিন্তার অনুসারী। ছাত্রজীবনে বামরাজনীতি এবং সত্তরের দশকে বিপ্লবী সিরাজ সিকদারের সর্বহারা পার্টির অন্যতম নেতা ছিলেন। সিরাজ সিকদারের মত্যর পর পার্টির এক অংশের সম্পাদক ছিলেন। ১৯৭৭ সালে গ্রেফতার হয়ে কারাবরণ করেন। লেখক আরিফ যেমন বাস্তব অভিজ্ঞতায় অভিজ্ঞ, তেমনই রাজনৈতিক প্রয়ােজনে যথার্থ শিক্ষিত। তাঁর জানা-শােনার প্রচেষ্টার মধ্যে কোনাে ফাঁক নেই। এজন্যই তার সব লেখাই পাঠকদের দ্বারা সমাদৃত হয়। প্রচার বিমুখ এই লেখক সক্রিয় রাজনীতি ছেড়ে দীর্ঘদিন যাবৎ ইতিহাস, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতির বিষয় নিয়ে লেখালেখি ও গবেষণার কাজে সম্পৃক্ত আছেন। তাঁর লেখা অনেক গ্রন্থের মধ্যে বিপ্লবী জীবনের ওপর লেখা স্মৃতিচারণমূলক গ্রন্থ আন্ডারগ্রাউন্ড জীবন সমগ্র সর্বমহলে