আনোয়ারা সৈয়দ হক
আনােয়ারা সৈয়দ হক বাংলা সাহিত্যে পরিচিত একটি নাম। সাহিত্যের প্রায় সব শাখায় তার নিরলস প্রতিভাদীপ্ত বিচরণ আজ বহু বছর ধরে। চৌদ্দ বছর বয়সে তাঁর লেখায় হাতেখড়ি। সেই থেকে তিনি একাধারে লিখে চলেছেন উপন্যাস, ছােটগল্প, শিশুতােষ রচনা, কবিতা এবং নিবন্ধ ও প্রবন্ধ। আনােয়ারা সৈয়দ হকের জন্ম যশাের শহরে। তার বাল্যকাল কেটেছে যশাের শহরের। অলিগলির ভেতরে। জীবনের বাস্তব অভিজ্ঞতাসমূহ এবং সমাজে নারীর অবস্থান তাকে ছােটবেলা থেকেই লেখায় উদ্বুদ্ধ করে। তাঁর শিক্ষাজীবন যশােরে শুরু হলেও পরে তা শেষ হয় ইংল্যান্ডে। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে উচ্চ শিক্ষার্থে বিদেশে যান। সেখান থেকে দেশে ফিরে শুরু করেন কর্মজীবন।। জীবিকার পাশাপাশি সাহিত্য রচনাকেই করে তােলেন পেশা। তাঁর লেখা উল্লেখযােগ্য উপন্যাসের মধ্যে রয়েছেতৃষিতা, সােনার হরিণ, আবেদ হােসেনের জ্যোৎস্না দেখা, জালমুড়ি, ঘুমন্ত খেলােয়াড়, হাতছানি, নিঃশব্দতার ভাঙচুর, উদয় মিনাকে চায়, বাজিকর, সেই প্রেম সেই সময়, রুপালি স্রোত, তারাবাজি, আহত জীবন, সন্দেহ, চেমন আরার বাড়ি, দুই রমনী, ভালােবাসার লাল পিঁপড়ে