Skip to Content
Filters

author.name

কামরুল হাসান সিদ্দিকী

লেখক নগর মানুষ। জন্ম ১৯৬১ সালের ১৯ সেপ্টেম্বর, ঢাকায়। বাবা রহীম উদ্দিন সিদ্দিকী। মা জুলেখা সিদ্দিকী। দুজনই পরলােকে। নিভৃতচারী এই লেখকের বেড়ে ওঠা ঢাকাতেই। পরিবারের মধ্যেই শিল্প-সাহিত্যের অনুরাগ দেখে বড় হয়েছেন। বাবাও ছিলেন সাহিত্যের মানুষ। বাংলা একাডেমির প্রকাশনায় তাঁর অনূদিত প্রাচ্যের রহস্য নগরী এবং আগামেমনন বিদগ্ধ মহলে অনুবাদ সাহিত্যের সফল কাজ হিসেবে বিবেচিত। পুস্তক ও পত্রিকান্তরে প্রকাশিত-অপ্রকাশিত এই লেখকের অন্য উপন্যাসগুলাে হচ্ছে-আয়নাল হকের আত্মা ও সন্নিহিত সংসারসমূহ, নিশি নগরী, সাক্ষাৎ বাড়ি। উত্তরাধুনিক উপন্যাসের কাহিনি বা গল্পের। অনাবশ্যকতা থেকে এই লেখকের অবস্থান স্বতন্ত্র, সুস্পষ্ট। গল্প তাঁর কাছে আকস্মিক আবিষ্কার। যার সঙ্গে তিনি যুক্ত করেন। শিল্প-সমর্থিত তার কষ্টার্জিত মনােযােগী ভাষা। ধারাবাহিকভাবে এ কাজটিই করার প্রয়াস পেয়ে। আসছেন এই বাজারবিমুখ লেখক। বর্তমানে তিনি একটি বেসরকারি ব্যাংকের মধ্যমান। কর্মকর্তা।

Books by the Author