Skip to Content
Filters

author.name

দ্বিত্ব শুভ্রা

দ্বিত্ব শুভ্রা জন্ম, গেল শতাব্দির সত্তর দশকের শেষভাগে, ঢাকায়। বাবার চাকরিসূত্রে শৈশব-কৈশাের কেটেছে বরিশালে। স্নাতক ও স্নাতকোত্তর রসায়নে। পরে মানব-সম্পদ। ব্যবস্থাপনা নিয়ে পেশাদার পিজিডিএইচআরএম। ঢাকার একটি স্বনামধন্য স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠানে মানুষের জরা-উপশম, জন্ম-মৃত্যু, কান্নাহাসি নিয়ে কাটে তার কর্মব্যস্ত দিন। মানবজীবনের অন্তর্নিহিত বিপন্নতা তাকে তাড়িয়ে বেড়ায়, তাই ঘুমের মাঝেও আতংকগ্রস্থ হয়ে ছােটেন। মথে খাওয়া সমাজের মস্তিষ্ক, জিহ্বা ও হৃদয়ের সাথে নিজের মিল না দেখে আত্মদ্বন্দ্বে ভােগেন আর তাড়িত হন এক শুভ্রা হতে আরেক শুভ্রায়—বাস্তবতার শুভ্রার সাথে আবেগী শুভ্রা, যুক্তির শুভ্রার সাথে ফানাফিল্লাহর শুভ্রা। এরপরেই লুপ্ত হন দ্বিত্ব, শুভ্রতায় অথবা দ্বিত্বতায়। দারুণ প্রকৃতিপ্রেমিক তিনি। বৃক্ষ আর পাহাড় তার প্রাণ।। ২০১৫ সালে প্রকাশিত ‘চৌ পাহারার গেহ’ প্রথম এবং ২০১৬ সালে ‘রক্তমাদল’ তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ। এ বছর প্রকাশিত তার দুটি ভিন্ন স্বাদের কাব্যগ্রন্থ, ‘চির দূরের কাছে প্রার্থনা এবং নখরে চিনেছি স্পর্শ।