দ্রাবিড় সৈকত
দ্রাবিড় সৈকত ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ থেকে এমএফএ করেছেন। বর্তমানে জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অঙ্কণ ও চিত্রায়ণ বিভাগে শিক্ষকতা করছেন। তিনি লিটল ম্যাগাজিন অর্বাক-এর সম্পাদক। বয়াংসি চরকায় লাঙল কাব্য লেখকের প্রথম কাব্যগ্রন্থ। ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০১১'-তে গ্রন্থটি পুরস্কৃত হয়েছে।।