Skip to Content
Filters

author.name

নাজমুল আমীন

নাজমুল আমীন জন্ম গত শতাব্দীর ষাটের দশকে, বেড়ে ওঠা ছয় দফা আন্দোলনের উত্তাল দিনগুলোতে। শৈশবে প্রত্যক্ষ করেন মুক্তিযুদ্ধের ভয়াবহতা। শিক্ষা জীবনের সূচনা যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে, কৃষিবিজ্ঞানের মেধাবী শিক্ষার্থী। সম্মান ও স্নাতোকত্তোর পড়াশোনাঃ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউট অফ পোষ্ট গ্র্যাজুয়েট স্টাডিজ ইন এগ্রিকালচার, গাজীপুর থেকে। এডিএস (ADS — অস্ট্রেলিয়ান ডেভেলপমেন্ট স্কলারশিপ) এবং এলাস (ALAS — অস্ট্রেলিয়ান লিডারশিপ এওয়ার্ড স্কলারশিপ) স্কলার হিসেবে পাবলিক পলিসি- ম্যানেজমেন্ট, ব্যবসা প্রশাসন ও অর্থনীতি নিয়ে মনাশ বিশ্ববিদ্যালয়, মেলবোর্ন থেকে দ্বিতীয়বার স্নাতকোত্তর ও পিএইচডি অর্জন। রচিত গবেষণা প্রবন্ধের সংখ্যা ত্রিশের অধিক যা প্রকাশিত হয়েছে দেশ-বিদেশের নামকরা জার্নালে। এ যাবৎ রচিত তিনটি গ্রন্থ: Corporate Social Responsibilities (CSRs) in Emerging Economies (UPL, Dhaka, 2016); Cases in Business and Management (Tilde University Press, Melbourne, 2009, 2011); Civil Service Ethics and Good Governance (College Gate Publishing, Dhaka, 2005) এগুলো রেফারেন্স বই হিসেবে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তালিকাভুক্ত আছে। কাজের অভিজ্ঞতা: বহুজাতিক কোম্পানি এবং প্রজাতন্ত্রের মাঠ প্রশাসন এবং কেন্দ্রীয় প্রতিষ্ঠানসমূহে । মা, জীবনসঙ্গী ও পুত্রকে নিয়ে একটি ছোট্ট পরিবারে বসবাস। নাজমুল আমীনের পছন্দ: স্ট্র্যাটিজিক ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস, প্রাচীন ভারতের ইতিহাস, দেশভাগ ও স্বাধীনতা সংগ্রাম নিয়ে পড়াশোনা ও লেখালেখি এবং শিক্ষকতা। “গাজীপুরে একাত্তর: অনালোচিত বীরগাথা” মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম রচনা তিনি নিজে যার প্রত্যক্ষদর্শী।