নাজমুল আমীন
নাজমুল আমীন জন্ম গত শতাব্দীর ষাটের দশকে, বেড়ে ওঠা ছয় দফা আন্দোলনের উত্তাল দিনগুলোতে। শৈশবে প্রত্যক্ষ করেন মুক্তিযুদ্ধের ভয়াবহতা। শিক্ষা জীবনের সূচনা যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে, কৃষিবিজ্ঞানের মেধাবী শিক্ষার্থী। সম্মান ও স্নাতোকত্তোর পড়াশোনাঃ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউট অফ পোষ্ট গ্র্যাজুয়েট স্টাডিজ ইন এগ্রিকালচার, গাজীপুর থেকে। এডিএস (ADS — অস্ট্রেলিয়ান ডেভেলপমেন্ট স্কলারশিপ) এবং এলাস (ALAS — অস্ট্রেলিয়ান লিডারশিপ এওয়ার্ড স্কলারশিপ) স্কলার হিসেবে পাবলিক পলিসি- ম্যানেজমেন্ট, ব্যবসা প্রশাসন ও অর্থনীতি নিয়ে মনাশ বিশ্ববিদ্যালয়, মেলবোর্ন থেকে দ্বিতীয়বার স্নাতকোত্তর ও পিএইচডি অর্জন। রচিত গবেষণা প্রবন্ধের সংখ্যা ত্রিশের অধিক যা প্রকাশিত হয়েছে দেশ-বিদেশের নামকরা জার্নালে। এ যাবৎ রচিত তিনটি গ্রন্থ: Corporate Social Responsibilities (CSRs) in Emerging Economies (UPL, Dhaka, 2016); Cases in Business and Management (Tilde University Press, Melbourne, 2009, 2011); Civil Service Ethics and Good Governance (College Gate Publishing, Dhaka, 2005) এগুলো রেফারেন্স বই হিসেবে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তালিকাভুক্ত আছে। কাজের অভিজ্ঞতা: বহুজাতিক কোম্পানি এবং প্রজাতন্ত্রের মাঠ প্রশাসন এবং কেন্দ্রীয় প্রতিষ্ঠানসমূহে । মা, জীবনসঙ্গী ও পুত্রকে নিয়ে একটি ছোট্ট পরিবারে বসবাস। নাজমুল আমীনের পছন্দ: স্ট্র্যাটিজিক ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস, প্রাচীন ভারতের ইতিহাস, দেশভাগ ও স্বাধীনতা সংগ্রাম নিয়ে পড়াশোনা ও লেখালেখি এবং শিক্ষকতা। “গাজীপুরে একাত্তর: অনালোচিত বীরগাথা” মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম রচনা তিনি নিজে যার প্রত্যক্ষদর্শী।