Skip to Content
Filters

author.name

মাইকেল এইচ. হার্ট

মাইকেল এইচ হার্ট জ্যোতিঃপদার্থবিজ্ঞানী ও লেখক, ১৯৩২ সালের ২৮ এপ্রিল (মতান্তরে ২৭ এপ্রিল) আমেরিকার নিউইয়র্ক শহরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম হ্যারল এইচ হার্ট এবং মাতার নাম ক্যারোলিন হরোউইজ হার্ট। মাইকেল হার্ট ১৯৫২ সালে করনেল ইউনিভার্সিটি থেকে গণিতে ব্যাচেলর, ১৯৬৯ সালে ডেলফি ইউনিভার্সিটি থেকে পদার্থবিদ্যায় মাস্টার্স এবং ১৯৭২ সালে প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে জ্যোতির্বিদ্যায় পিএইচডি ডিগ্রি লাভ করেন। তাঁর প্রথম The 100: A Ranking of the Most Influential Persons in History যার বাংলা সংস্করণ "শ্রেষ্ঠ ১০০: ইতিহাসের শ্রেষ্ঠ শতমনীষীর জীবনী" হার্টের অন্য দুটি উল্লেখযোগ্য গ্রন্থ হলো A View from the Year 3000 (1999) Ges Understanding Human History (2007). প্রথমোক্ত বইতে তিনি আগামী সহস্রাব্দের গুরুত্বপূর্ণ উদ্ভাবন, বৈজ্ঞানিক আবিষ্কার এবং রাজনৈতিক ও সামাজিক উন্নয়নের কল্পচিত্র এঁকেছেন। শেষোক্ত গ্রন্থটি হলো এক লক্ষ বছর পূর্বকাল থেকে বিংশ শতাব্দী পর্যন্ত মনুষ্য জাতির ইতিহাস যাতে তিনি দেখাতে চেয়েছেন বিশ্বের প্রতিটি প্রধান এলাকায় কী ধরনের বিকাশ ঘটবে। এই গ্রন্থে তিনি ধীশক্তির জাতিগত পার্থক্য এবং কখন কেন ও কীভাবে তা উ ভূত হয়েছে সে সম্পর্কে বিশদ আলোচনা করেছেন। তাঁর ইতিহাস দর্শন এবং লেখার জন্য হার্ট সমকালে বহুল আলোচিত ও সমালোচিত হয়েছেন। তা সত্ত্বেও তাঁর প্রথম গ্রন্থ দি হান্ড্রেড 'বেস্ট সেলিং ওয়ার্ক হিসেবে প্রচুর জনপ্রিয়তা লাভ করে। prabook.com অনুসারে গ্রন্থটির পাঁচ লক্ষাধিক কপি বিক্রি করা যায় এবং ১৫টি ভাষায় এর অনুবাদ হয়। মাইকেল এইচ. হার্ট জ্যোতির্বিদ্যা, পদার্থবিদ্যা ও বিজ্ঞানের উল্লেখযোগ্য শিক্ষক হিসেবে Marquis Who's Who-তে অন্তর্ভুক্ত হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। জ্যোতির্বিদ্যা-বিষয়ক আন্তর্জাতিক ইউনিয়নের তিনি একজন। স্ত্রী শেরি লিটমেন, এবং দুই পুত্রসন্তানের জনক তিনি।