মোহাম্মদ তারেক
মোহাম্মদ তারেক মােহাম্মদ তারেক। জন্ম গ্রামের বাড়িতে। গ্রামের নাম বৈটপুর। মৌজা চিতলি। ২৮ কার্তিক। গােধূলিতে। ইংরেজি সনটা সম্ভবত ১৯৫৬। বাবা স্কুল শিক্ষক ছিলেন। সে সুবাদে দেশের বিভিন্ন জেলায় ঘুরেছেন। লেখাপড়া ঢাকাতে। স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়। সরকারি চাকুরিতে ঢুকেছেন ৩০ জানুয়ারি ১৯৮১। বস্টন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ও পিএইচডি করেছেন। মাঠ পর্যায়ে রংপুর, উলিপুর ও ধামরাইতে কাজ করেছেন। সরকারে মূলত কাজ করেছেন বিপিএটিসি, প্রধানমন্ত্রীর কার্যালয় ও অর্থ বিভাগে। অর্থ বিভাগে কেটেছে প্রায় ১৫ বছর। সচিব ছিলেন জানুয়ারি ২০০৮ থেকে ৩১ জুলাই ২০১২ পর্যন্ত। আর বিশ্বব্যাংকে ১৪ আগস্ট ২০১২ থেকে ৩১ অক্টোবর ২০১৫ পর্যন্ত।