Skip to Content
Filters

author.name

রিপন মিনহাজ

রিপন মিনহাজ রিপন মিনহাজ জন্ম : ১৯৭৭, চট্টগ্রাম ই-মেইল : [email protected] লিটল ম্যাগাজিন ‘উত্তর ফাল্গুনী’র সম্পাদনার সাথে জড়িত। লিটল ম্যাগাজিনেই প্রথম গল্প প্রকাশিত হয় ১৯৯৪ সালে। মূলত লিটল ম্যাগাজিনেই লিখেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। স্নাতকোত্তর করেছেন লােক প্রশাসন আর ব্যবসা প্রশাসন বিষয়ে। বর্তমানে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত। এ বইয়ে গ্রন্থিত গল্পগুলাে লেখকের ১৯৯৪ থেকে ২০১৩ সালে লিখিত প্রকাশিত-অপ্রকাশিত গল্প থেকে নেয়া।