Skip to Content
Filters

author.name

সন্তোষ গুপ্ত

সন্তোষ গুপ্ত প্রয়াত এই যশ্বসী প্রতিভা জন্মেছিলেন ঝালকাঠি জেলার রুনসী গ্রামে। বাবা-মা’র একমাত্র সন্তান সন্তোষ গুপ্ত (১৯২৫- ২০০৪) সাংবাদিকতায় আসেন ১৯৫৭ সালে। তারপর দৈনিক আজাদ , দৈনিক সংবাদ-এর বিভিন্ন পদে বিভিন্ন সময় কাজ করেছেন। অর্থাৎ সব কাজে যেমন তিনি প্রাজ্ঞ ছিলেন তেমনি পড়াশুনার জগৎটাও ছিলাে বিশাল। আর এ কারনে তিনি সবার অগােচরেই একটি আশ্রয়- একজন সন্তোষদা হয়ে উঠেছিলেন সবার কাছে। ধর্ম, রাজনীতি, দর্শন, শিল্পকলার বিভিন্ন দিকে তাঁর ছিলাে অবাধ বিচরণ। জেলখানার চাকরি করেছেন। করেছেন কমিউনিস্ট রাজনীতি। যে জন্য জেলখানার চাকরি করেও জেলের লৌহকপাটের মধ্যে জীবন কাটিয়েছেন প্রায় এক যুগ।। দেশের কোন গণসংগ্রামে সন্তোষ গুপ্ত পিছিয়ে ছিলেন না। কখনও তাঁর লেখা অনিরুদ্ধের কলাম আজও সংবাদপত্র জগত ও পাঠকদের কাছে সমাদৃত। এই মনীষী আমৃত্যু জীবনের বাঁকে বাঁকে নতুনের সন্ধান করে গেছেন। কবিতা, প্রবন্ধসহ গদ্য-পদ্য রচনায় তিনি ছিলেন সিদ্ধহস্ত। তাঁর লেখা বইয়ের মধ্যে অনুত্তম বক্তব্য, অনালােকে আলােকস্তম্ভ, সংবাদপত্রের স্বাধীনতা বনাম সাংবাদিকতা, ইতিহাস আমাদের দিকে, ইতিহাসের ঝর্ণাধ্বনি, বাংলাদেশের চিত্রশিল্পের স্বরূপের সন্ধান, শিল্প সমাজ ও বাস্তবতা, অসমাপ্ত কবিতা, একুশের চেতনা ও আজকের বাংলাদেশ উল্লেখযােগ্য। সন্তোষ গুপ্ত সাংবাদিকতা জগতে একটি প্রতিষ্ঠানের নাম। তাঁর জীবন বীক্ষা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে পারলে এই দুঃসময়ে একজন দেশপ্রেমিক তৈরি করতে খুব কষ্ট হবে না ।