সেলিনা মর্তুজা
সেলিনা মর্তুজা জন্ম ১৩ই সেপ্টেম্বর ঢাকায়। পুরানো ঢাকার গেন্ডারিয়ায় তার বড় হয়ে ওঠা। গেন্ডারিয়ার মনিজা রহমান গার্লস স্কুল থেকে তিনি এস.এস.সি পাশ করেন। গার্হস্থ্য অর্থনীতি মহাবিদ্যালয় থেকে তিনি মাস্টার্স করেন। কৃতিত্বের সাথে স্নাতক পরীক্ষায় তিনি প্রথম। শ্রেণীতে ৫ম স্থান অধিকার করেছিলেন। অত্যন্ত মেধাবী ছাত্রী ছিলেন তিনি। শুধু পড়াশুনাতে নয়, গানবাজনাতেও তিনি পারদর্শী। ছিলেন। রান্না করা তার অন্যতম একটা। ভালবাসা এবং ভাললাগার জায়গা। তিনি । বিবাহিত। তাঁর স্বামী একজন ব্যবসায়ী। এক পুত্র এবং এক কন্যাসন্তানের জননী। তার শখ রান্না করা, ভ্রমণ করা, ঘর সাজানো ইত্যাদি।