Skip to Content
Filters

author.name

সৈয়দ রেজাউল করিম

সৈয়দ রেজাউল করিম চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর দাদা মরহুম মৌলানা। সৈয়দ আবদুল হাকিম ছিলেন একজন আলেম ও সুফি। বুজুর্গ মানুষ। সৈয়দ রেজাউল করিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। অর্থনীতিতে স্নাতক ও এমএ ডিগ্রি এবং পরবর্তীকালে যুক্তরাজ্যের স্ট্রাথক্লাইড বিশ্ববিদ্যালয় হতে উন্নয়ন। অর্থনীতিতে এমএসসি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৬৯। সালে তৎকালীন পাকিস্তান সুপিরিয়র সার্ভিস পরীক্ষার। মাধ্যমে সরকারি চাকরিতে আয়কর কর্মকর্তা হিসেবে যােগদান করেন। অর্থ মন্ত্রণালয়ে কর্মরত থাকার সময় ১৯৭৬ সালে তিনি সরকারি চাকরি হতে ইস্তফা দিয়ে। জার্মান বহুজাতিক ওষুধ কোম্পানি হােয়েকস্ট। বাংলাদেশ-এ যােগদান করেন এবং জার্মানিতে। প্রশিক্ষণপ্রাপ্ত হন। পরবর্তীকালে তিনি এই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে উন্নীত হন। তিনি ব্র্যাকের একজন পরিচালক, (ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট) হিসেবেও প্রায় সাত বছর কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ভেটেরিনারি ওষুধ আমদানিকারক প্রতিষ্ঠান। বেঙ্গল ওভারসিজ লিমিটেড এবং ওষুধ প্রস্তুতকারক। কোম্পানি বেঙ্গল রিমেডিজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।