Skip to Content
Filters

author.name

শামীম আহমাদ

শামীম আহমাদ জন্ম কুষ্টিয়া জেলার দহকুলা-আলামপুর। হিফজ শেষে জালালাইন পর্যন্ত কুষ্টিয়া আশরাফুল উলুম। এরপর ঢাকা মুসলিম বাজার মাদরাসা থেকে দাওরা। দাখিল-আলিম পাড়ি দিয়ে কুষ্টিয়া ইসলামী। বিশ্ববিদ্যালয়’-এ একবছর। এরপর চলে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ইতিহাস বিভাগে। সেই থেকে পুরােপুরি ঢাকায় অবস্থিতি। ঢাকার একটি ঐতিহ্যবাহী মাদরাসায় শিক্ষক হিসেবে দায়িত্বরত। খুব অল্প বয়স থেকেই সাহিত্যের সঙ্গে মেলামেশা-স্বপ্ন দেখা। পড়তে পড়তেই হয়তাে এক সময় লেখার। জগতে চলে আসা। প্রকাশিত গ্রন্থ ১১টি—বুদ্ধির গল্প, বুদ্ধির জয়, বিমর্ষ বিকাল। হুমায়ুন আহমেদ: সাহিত্যের জীবন্ত পাঠশালা (সংকলন)। অনুবাদ: পড়তে ভালােবাসি, আমরা সেই জাতি, হৃদয়ের দিনলিপি, ইসলামি জীবনের রূপরেখা, আজও উড়ছে সেই পতাকা, রুমাউ বাইনাহুম, উসওয়াতুল লিল আলামিন।। শেফালি তার প্রকাশিত প্রথম উপন্যাস।