Skip to Content
Filters

author.name

সারওয়ার উল ইসলাম

সারওয়ার-উল-ইসলাম সারওয়ার-উল-ইসলামের জন্ম ১ সেপ্টেম্বর ১৯৬৯ সালে, নানাবাড়ি দিনাজপুরে। পৈতৃকবাস মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাঁও গ্রামে। পিতা প্রয়াত আব্দুল মজিদ। মাতা প্রয়াত সাহান আরা বেগম। শিশুসাহিত্যের সব শাখায় স্বচ্ছন্দ বিচরণ। পেয়েছেন শিশু একাডেমীর অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার। দু’বার পেয়েছেন নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার। ঢাকা। বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এম এ করেছেন। প্রিন্ট মিডিয়ায় চাকরি করেছেন বিশ বছর। বর্তমানে ইলেক্ট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত। প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৭০। ১৯৮৪ সাল। থেকে লিখছেন দেশের শীর্ষস্থানীয় দৈনিকের ছােটদের পাতাসহ শিশুদের সব ম্যাগাজিনে। লিখেছেন টেলিভিশনের জন্য নাটক। কয়েকটি গানও লিখেছেন। স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে থাকেন ঢাকার মিরপুরে। মানুষ পড়তে ভালােবাসেন বেশি। উপভােগ করেন মানুষের ভণ্ডামি।